এল সালভাদোরের ২ লাখ অভিবাসী বহিষ্কার করবেন ট্রাম্প
AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৯, ২০১৮
মার্কিন যুক্তরাষ্ট্রে বাস করে আসা এল সালভাদোরের প্রায় ২ লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রে তাদের বসবাস এবং কাজ করার অনুমতি বাতিল করা হবে বলে প্রশাসন এরই মধ্যে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য তাদের ২০১৯ সাল পর্যন্ত সময় দেয়া হয়েছে।
মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে ২০০১ সালে কয়েকদফা ভয়াবহ ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের মানবিক কর্মসূচি ‘টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস) এর আওতায় অভিবাসনের সুযোগ পেয়েছিল ওই দেশের নাগরিকরা। পরবর্তী গত ১৫ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট এসে এল সালভাদোরের অবনতিশীল পরিস্থিতির বিবেচনায় তাদের জন্য টিপিএস বহাল রাখেন।