শুক্রবার, ১২ই জানুয়ারি, ২০১৮ ইং ২৯শে পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

লালু প্রসাদকে কারাগারে পশু পালনের পরামর্শ দিলেন বিচারক

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৯, ২০১৮

আন্তর্জাতিক ডেস্ক : পশুদের বিষয়ে তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তাই জেলে থাকাকালীন পশুপালনই করা উচিত। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে এমনই পরামর্শ দিলেন বিচারক শিবপাল সিংহ। শুক্রবার ভিডিও কনফারেন্সে লালুর সাজা ঘোষণা করছিলেন বিচারক সিংহ।

এনডিটিভি’র একটি প্রতিবেদন অনুযায়ী, সাজা ঘোষণার সময় বিচারক লালুপ্রসাদকে রীতিমতো কটাক্ষ করেন। তিনি বলেন, ‘পশুদের খাবার, ওষুধ নয়ছয় করেছেন। অভিযুক্তদের মধ্যে কয়েক জন পশু চিকিত্সকও রয়েছেন। তাঁদের সঙ্গে লালুপ্রসাদের সুসম্পর্ক। পশুদের বিষয়টি তিনি ভালই বোঝেন।’ এর পরই আরজেডি প্রধানের উদ্দেশে বিচারক বলেন, ‘জেলে থাকার সময় আপনার পশুপালন করা উচিত।’

সেদিন সাজা ঘোষণার সময় একাধিক বার কটাক্ষ শোনা গিয়েছিল বিচারকের গলায়। যেমন, জেলের কুঠুরিতে অসহনীয় ঠান্ডা নিয়ে এক বার নিজের ‘কষ্টের কথা’ বলেছিলেন লালু। তিনি বলেছিলেন, ‘জানুয়ারি মাসের শুরু দিকের এই সময়টা বেশ ঠান্ডা থাকে। জেলের কুঠুরিতে তা অসহনীয়।’’ এ কথা শোনার পরই শিবপাল সিংহ বলেছিলেন, ‘তা হলে তবলা বাজান, শরীর গরম থাকবে।’

উল্লেখ্য, গত শনিবার পশুখাদ্য কেলেঙ্কারির দেওঘর ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ যাদবকে সাড়ে তিন বছরের কারাদণ্ড দেয় রাঁচীর বিশেষ সিবিআই আদালত। সেই সঙ্গে পাঁচ লাখ রুপি জরিমানাও করা হয় তাকে।

এ জাতীয় আরও খবর

  • কসবায় মহান বিজয় দিবস পালিতকসবায় মহান বিজয় দিবস পালিত
  • ইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকাইংল্যান্ডকে বিশাল লক্ষ্য দিয়েছে দক্ষিণ আফ্রিকা
  • গাযায় জাতিসংঘ স্কুলে ট্যাংক হামলায় ১৫জন নিহতগাযায় জাতিসংঘ স্কুলে ট্যাংক হামলায় ১৫জন নিহত
  • ফুটবলের জনপ্রিয়তাকে বিকশিত করতে সম্মিলিত ভ’মিকা রাখতে হবে- জেলা প্রশাসক ড. ফুটবলের জনপ্রিয়তাকে বিকশিত করতে সম্মিলিত ভ’মিকা রাখতে হবে- জেলা প্রশাসক ড.
  •  দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
  • নিষেধাজ্ঞা ভেঙে আমিরই প্রথম যাচ্ছেন পাকিস্তানে,কিন্তু কেননিষেধাজ্ঞা ভেঙে আমিরই প্রথম যাচ্ছেন পাকিস্তানে,কিন্তু কেন
  • আবারও জুটি বাঁধছেন নায়ক বাপ্পী ও জলিআবারও জুটি বাঁধছেন নায়ক বাপ্পী ও জলি
  • পবিত্র জিলকদ মাসের ফজিলত ও আমলপবিত্র জিলকদ মাসের ফজিলত ও আমল
  • আরও দুটি গুম, র‌্যাবের সাঈদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাআরও দুটি গুম, র‌্যাবের সাঈদসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা
  • হাতের লেখা দেখেই জেনে নিন অসুখহাতের লেখা দেখেই জেনে নিন অসুখ
  • অফিসের কলিগের সাথে যে বিষয়ে আলোচনা করা একেবারেই উচিৎ নয়অফিসের কলিগের সাথে যে বিষয়ে আলোচনা করা একেবারেই উচিৎ নয়
  • স্বাস্থ্যের জন্য পেঁপের ১০ উপকারিতাস্বাস্থ্যের জন্য পেঁপের ১০ উপকারিতা