শুক্রবার, ১২ই জানুয়ারি, ২০১৮ ইং ২৯শে পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

কঠোর হাতে জঙ্গিবাদ দমন করায় পুলিশের প্রশংসা প্রধানমন্ত্রীর

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৯, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : জঙ্গিবাদের মতো বৈশ্বিক সংকট কঠোর হাতে দমন করায় বাংলাদেশ পুলিশের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, জঙ্গিবাদ এখন আন্তর্জাতিক সমস্যা। অনেক দেশ জঙ্গিবাদ দমনে হিমশিম খাচ্ছে। বিশেষ করে উন্নত দেশেও এ সমস্যা রয়েছে। কিন্তু বাংলাদেশ পুলিশকে এ সমস্যা কঠোর হাতে দমন করেছে। এ জন্য পুলিশকে আমি ধন্যবাদ জানাই।

মঙ্গলবার বেলা ১টায় গণভবনে পুলিশ সুপারদের সঙ্গে এক বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ক্ষমতা উপভোগ করার বিষয় নয়, জনগণকে সেবা দেয়ার সুযোগ।

প্রধানমন্ত্রী বলেন, দেশের কিছু সমস্যা মানুষের সৃষ্টি করা। এর মধ্যে পেট্রলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা। মসজিদে আগুন দিয়ে তাণ্ডব চালানো। ২০১৩ সালের ওই তাণ্ডবে স্বাধীনতাবিরোধীরা দেশের অনেক ক্ষতি করেছে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ আসলে বিএনপি জোট সরকারের আমলে সৃষ্টি। তারাই জঙ্গি তৈরি করে দেশব্যাপী হামলা চালিয়েছে। তবে বর্তমানে এটি একটি আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।