বিয়ে করছেন সোনম কাপুর!
বিনোদন ডেস্ক : ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুরের প্রেমের গুঞ্জন পুরনো। দীর্ঘদিন বিভিন্ন ঘটনার কথা শোনা গেলেও জনসম্মুখে তাদের বিচরণ কম দেখা যায়। দু’জনের প্রেমের সম্পর্ক নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের অনেক কথাই শোনা গেছে।
তবে সোনম কাপুর কখনো জনসম্মুখে আনন্দ আহুজার সঙ্গে প্রেমের বিষয়ে কথা বলেননি। কারণ ব্যক্তিগত বিষয় জনসম্মুখে প্রকাশ করতে অনীহা আছে তার। সে জন্য প্রেম ও বিয়ে প্রসঙ্গ নিয়ে বরাবরই নিশ্চুপ থেকেছেন এই অভিনেত্রী।
প্রেমের পর এবার বিয়ের গুঞ্জন নিয়েও নিরবতা ভাঙছেন না সোনম। ডেকান ক্রোনিকলের প্রতিবেদনে বলা হয়েছে, ঘোরায়া অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরেই সোনম ও আনন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। কিন্তু অভিনেত্রী সোনম এ নিয়ে কোনো মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।
তবে সোনম কাপুর বলেছেন, ‘১০ বছর ধরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, তবে আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলি না।’
প্রতিবেদনে আরো বলা হয়, আগামী এপ্রিল মাসে যোধপুরে সোনম-আনন্দ গাঁট বাঁধতে পারেন। ৩০০ জন অতিথি সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। সে ভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। এদিকে, সোনম কাপুর তার পরবর্তী ছবি ‘প্যাডম্যান’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।




ভাবনার ‘ভয়ঙ্কর সুন্দর’
মুস্তাফিজরা ছাড়পত্র পাবেন পিএসএল খেলার জন্য
মমতা কুলকার্নির ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত
ভারতে এবার চলন্ত বাসে শিক্ষিকাকে গণধর্ষণ
সুখী দাম্পত্যের ৬ কাজ!
আইএস বলে বাংলাদেশিকে প্রহার ঘটনায় এফবিআইয়ের তদন্ত আহ্বান
আর্জেন্তিনীয় নর্তকীর সঙ্গে ট্যাঙ্গোর তালে ওবামার নাচ, ভাইরাল
তফসিল ঘোষণা হলেই মঙ্গল-বুধ-বৃহস্পতি হরতাল
মেক্সিকোয় ৩০০ ফুট গভীর খাদে বাস, নিহত ১২
সিলেট ও চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা
অস্ত্র ও গুলি উদ্ধার মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে
সমাপনীর ফল ডিসেম্বরেই: নাহিদ