শুক্রবার, ১২ই জানুয়ারি, ২০১৮ ইং ২৯শে পৌষ, ১৪২৪ বঙ্গাব্দ

হোটেল কক্ষ থেকে নারী পুলিশসহ এমপিপুত্র আটকের ঘটনায় তোলপাড়!

AmaderBrahmanbaria.COM
জানুয়ারি ৯, ২০১৮

নিজস্ব প্রতিবেদক : যশোরে হোটেল কক্ষ থেকে নারী পুলিশসহ এমপিপুত্র আটকের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে সামাজিক গণমাধ্যমে। এ বিষয়ে নানা মন্তব্য এসেছে। অনেকে ফেসবুকে এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন। একজন মন্তব্য করেছেন, চাকরি প্রাপ্তি, বদলি, প্রমোশন অর্থ ইত্যাদির মোহে অনেকেই হিতাহিত জ্ঞান হারিয়ে নিজেকে বিকিয়ে দেয়। বিধিবাম বা অদৃষ্টের কারণে কিছুকিছু ঘটনা ফাঁস হয়ে যায়।

গতকাল যশোরের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে এ ঘটনা। সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) শহরের হাটখোলা রোডে হোটেল সিটি প্লাজায় অভিযান চালান। তিনি হোটেলের ৫১৪ নম্বর কক্ষ থেকে শুভ ও শাহানা (প্রকৃত নাম নয়) নামে দুই যুবক-যুবতীকে আটক করেন। শুভ যশোর-৫ আসনের (মনিরামপুর) সংসদ সদস্য স্বপন ভট্টাচার্যের ছেলে। আর শাহানা যশোরের একটি থানায় এএসআই হিসেবে কর্মরত।

তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি স্বীকার বা অস্বীকারও করা হয়নি। তবে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। হোটেল সিটি প্লাজার জেনারেল ম্যানেজার শেখ সাইফুল ইসলাম বলেন, পুলিশের নির্দেশনা অনুযায়ী হোটেল কক্ষে নারী থাকার বিষয়টি কোতোয়ালি থানায় অবহিত করা হলে কিছুক্ষণ পর থানার অফিসার শামসুদ্দোহা কক্ষটি থেকে শুভ ও সাহানাকে আটক করে নিয়ে যান।

তবে ইন্সপেক্টর শামসুদ্দোহা বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার ওসির কাছে জানতে চাওয়া হলে ওই নামে তার থানায় একজন এএসআই কর্মরত আছেন বলে স্বীকার করেন।

ওসি জানান, ওই এএসআই সিসি নিয়ে যশোর গেছেন। সেখানে কিছু ঘটেছে কিনা তা তিনি জানেন না।

এ ব্যাপারে জানতে মনিরামপুর-৫ আসনের সংসদ সদস্যের ছেলে শুভর মুঠোফোনে সন্ধ্যা ৭টায় ফোন করা হলে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে শুভর মা যশোর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তন্দ্রা ভট্টাচার্যকে ফোন করলে তিনি বলেন, এসব কথার কোনো ভিত্তি নেই। শুভ তো বাসায় রয়েছে। কিছু মানুষ রটনা পছন্দ করে, তাই এসব কথা রটাচ্ছে।

এ ব্যাপরে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার সাংবাদিকদের বলেন, একজন নারী পুলিশ কর্মকর্তা অফিস অর্ডার ছাড়া সিটি প্লাজায় গিয়েছিলেন। কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, তা দেখা হচ্ছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কিন্তু এমপিপুত্রকে আটক করা হয়েছে এমন কোনো খবর পুলিশের কাছে নেই বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ জাতীয় আরও খবর

  • বোকো হারামে বোমারু শিশুদের সংখ্যা বহুগুণে বেড়েছেবোকো হারামে বোমারু শিশুদের সংখ্যা বহুগুণে বেড়েছে
  • যে মেয়ের প্রেমে পড়তে মানা!যে মেয়ের প্রেমে পড়তে মানা!
  • দিনাজপুরে হাজার বছরের রূপান্তরিত মন্দিরের সন্ধানদিনাজপুরে হাজার বছরের রূপান্তরিত মন্দিরের সন্ধান
  • মাত্র এক ভোটে জাতিসংঘে হেরে গেল ফিলিস্তিনমাত্র এক ভোটে জাতিসংঘে হেরে গেল ফিলিস্তিন
  • এই পুতুলের রয়েছে একটি ভয়ানক সত্য গল্প!এই পুতুলের রয়েছে একটি ভয়ানক সত্য গল্প!
  • স্বামীকে তিনবার গুলি করলেন স্ত্রীস্বামীকে তিনবার গুলি করলেন স্ত্রী
  • কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৪কোটি টাকার জাল স্ট্যাম্পসহ আটক ৪
  • অন্তরঙ্গ দৃশ্যে আদিত্য-শ্রদ্ধা (ভিডিও)অন্তরঙ্গ দৃশ্যে আদিত্য-শ্রদ্ধা (ভিডিও)
  • ব্রাহ্মনবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়তে ইসলামীর নেতা আটকব্রাহ্মনবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়তে ইসলামীর নেতা আটক
  • বাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে : মুস্তাফিজবাংলাদেশ একদিন বিশ্বকাপ জিতবে : মুস্তাফিজ
  • হোমনায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নানাহ অভিযোগহোমনায় মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নানাহ অভিযোগ
  • খালেদা জিয়া আন্দোলন থেকে অবসর নিয়েছেন: রেলমন্ত্রীখালেদা জিয়া আন্দোলন থেকে অবসর নিয়েছেন: রেলমন্ত্রী