সেরা অধিনায়ক-ব্যাটসম্যান কোহলি
স্পোর্টস ডেস্ক : প্রতিদিনই নতুন নতুন পালক যুক্ত হচ্ছে কোহলির মুকুটে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করে দ্রুততম সময়ে শচীন টেন্ডুলকারের করা ৫০তম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিয়েছিলেন ভারত অধিনায়ক। কলকাতায় শতক করে সুনীল গাভাস্কার, রিকি পন্টিংয়ে মতো কিংবদন্তি অধিনায়কদের পাশে বসেছিলেন কোহলি। নাগপুরে লঙ্কানদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিং জিনিয়াস ছাড়িয়ে গেলেন সবাইকে।
ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন কোহলি। এ ছাড়া এক ক্যালেন্ডার বছরে ১০টি সেঞ্চুরি করে এই ব্যাটসম্যান ছাড়িয়ে গেলেন পন্টিং-স্মিথদের।
নাগপুর টেস্টে অশ্বিন ও জাদেজার বোলিং তোপে ২০৫ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেটে ৫১০ রান করেছে ভারত। বিরাট কোহলি অপরাজিত রয়েছেন ১৭১ রানে। দ্বিতীয় দিনের ২ উইকেটে ৩১২ রান নিয়ে আজ আবার খেলা শুরু করে ভারত।
১২১ রানে অপরাজিত থাকা চেতেশ্বর পুজারা আউট হয়েছেন ১৪৩ রান করে। পুজারা ফিরলেও থেমে থাকেননি কোহলি। লঙ্কান বোলারদের শাসন করে টেস্টের ১৯তম শতকটি তুলে নেন ভারতীয় দলপতি। এই শতক দিয়েই পূর্বসূরি গাভাস্কারকে ছাড়িয়ে গেলেন কোহলি। এর আগে ভারতীয় অধিনায়ক হিসেবে ১১টি সেঞ্চুরি ছিল সানির। ভারতকে ৪৭ টেস্টে নেতৃত্ব দিয়ে ১১ শতক করেন লিটল মাস্টার। কোহলি ভারতকে নেতৃত্ব দেন মাত্র ৩১ টেস্টে।
অধিনায়ক হিসেবে আজ রিকি পন্টিং ও গ্রায়েম স্মিথের মতো মহারথীর রেকর্ডও ভাঙলেন তিনি। ২০০৫ সালে সব ফরম্যাটে নয়টি সেঞ্চুরি করেছিলেন রিকি পন্টিং আর পরের বছর নয় শতক করে পন্টিংয়ের রেকর্ডে ভাগ বসান দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। আজ এ দুজন তারকাকে ছাড়িয়ে গেলেন ভারত অধিনায়ক। তবে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ শতক থেকে এখনো অনেক দূরে রয়েছেন কোহলি।
দক্ষিণ আফ্রিকাকে ১০৯ টেস্টে নেতৃত্ব দিয়ে ২৫টি সেঞ্চুরি করেন গ্রায়েম স্মিথ। ৭৭ টেস্টে রিকি পন্টিং করেন ১৫ সেঞ্চুরি। এই তালিকায় কোহলির সামনে রয়েছেন আরো ১০ জন। দিন দিন এই ব্যাটসম্যানের ব্যাট যেভাবে চওড়া হচ্ছে, তাতে করে ক্লার্ক-স্মিথরা কত দিন তালিকার শীর্ষস্থান ধরে রাখতে পারবেন, সেটা নিয়ে সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে!


সেরা আবেদনময়ী চোখ প্রিয়াঙ্কার!
ফোরজি সেবায় নতুন লাইসেন্স লাগবেই
ডায়াবেটিস নিয়ন্ত্রণে স্মার্টফোন!
বিশ্ব যোগ ব্যায়াম দিবস
ধোনি ও স্পিনারদের নৈপূণ্যে ভারতের অনায়াস জয়
গরমে গলছে গুজরাটের পিচঢালা রাস্তা (ভিডিও)
সন্তান না হওয়ার আসল কারণ জেনে নিন !
মাশরাফিদের সংবর্ধণা-প্রস্তুতি!
কানাডায় বঙ্গবন্ধুর আনন্দঘন জন্মদিন পালিত
কোরআনে লাথি দেয়ার ভয়ংকর পরিণতি (ভিডিও)
আইএস উৎখাতে পশ্চিম মসুলে ইরাকি বাহিনীর অভিযান শুরু
রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে অস্ত্রের যোগান দিচ্ছে ইসরায়েল