মেসির রক্তাক্ত ছবি দিয়ে বিশ্বকাপে নাশকতার হুমকি
---
স্পোর্টস ডেস্ক : এক চোখ রক্তাক্ত৷ সেখান দিয়ে ঝরে পড়ছে রক্তধারা৷ এমনই ভয়াবহ ছবিসহ ফুটবল কিংবদন্তি, আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির পোস্টার ছড়াল ইসলামিক স্টেট৷ আসন্ন ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভয়াবহ হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে তারা।
পোস্টারসহ ছবি প্রকাশ করেছে আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন৷ তাদের দেওয়া পোস্টারসহ হুমকি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ৷ এই সংস্থা আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপের উপর বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে থাকে৷
সাইট ইনটেলিজেন্স জানিয়েছে, মেসির চোখ দিয়ে রক্ত পড়ার ছবি ছাড়াও কিছু ভয়ানক ছবি ছড়িয়েছে আইএস। কোনো ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি আত্মঘাতী হামলার জন্য তৈরি হচ্ছে। কোনো ছবিতে দেখা গেছে, রক্তাক্ত চাপাতি ও পিস্তল নিয়ে জঙ্গিদের ছবি। এ ছাড়া বিশ্বকাপের লোগোসহ একটি ছবিতে স্পষ্টতই হামলার হুমকি দিয়েছে তারা।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার সাথে সাথে তোলপাড় শুরু হয়েছে ফুটবল বিশ্বে। রাশিয়া বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ এটিকে খুব গুরুত্বসহকারে নিয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আইএসের হুমকি ও তাদের পোস্টারগুলো বিশ্লেষণ শেষে পরবর্তী কর্মপরিকল্পনা ঠিক করা হবে।
সন্ত্রাসবাদী হামলায় আগেও রক্তাক্ত হয়েছে রাশিয়া৷ বিশেষ করে চেচনিয়া কট্টরপন্থীদের হামলায় রক্ত ঝরেছিল খোদ রুশ রাজধানী মস্কোতেই৷ রাশিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার দাবিতে অনড় চেচনিয়াতে আইএস বিশেষ ঘাঁটি তৈরি করেছে৷ এমন রিপোর্ট আগেই দিয়েছে রুশ গোয়েন্দা দফতর৷ সেখান থেকেই কি বিশ্বকাপকে রক্তাক্ত করার ছবি ছড়ানো হল? এই প্রশ্নের উত্তর খুঁজছেন গোয়েন্দারা৷
এদিকে ২০১৮ রাশিয়ায় ফিফা ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি তুঙ্গে৷ মস্কোসহ দেশের সর্বত্র চলছে বিশ্বকাপ প্রচার৷ যে কোনওরকম নাশকতা ও জঙ্গি হামলা রুখতে সদা তৎপর রুশ কমান্ডোরা৷ রাশিয়া ফুটবল বিশ্বকাপে বহু দর্শক আসবেন৷ প্রত্যেকের উপরেই থাকবে কড়া নজর৷ বিশেষ নজরদারির আওতায় থাকবে আফ্রিকা ও মধ্য প্রাচ্যের দর্শকদের উপরে৷
সম্প্রতি ইরাকের মোসুল থেকে উৎখাত হয়েছে ইসলামিক স্টেট৷ তাদের কথিত রাজধানী হিসেবে কুখ্যাত সিরিয়ার রাক্কা শহর দখল করেছে আইএস বিরোধী জোট৷