গাজীপুরে কলেজছাত্র হত্যা মামলায় ৯ জনের ফাঁসি
AmaderBrahmanbaria.COM
অক্টোবর ২৫, ২০১৭

---
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্র সোহাগ হত্যার দায়ে ৯ জনের ফাঁসি দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় পাঁচ আসামি উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক রয়েছে।
গাজীপুর আদালতের পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে ২০১০ সালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সোহাগকে হত্যা করা হয়। এ ঘটনায় তার পালিত বাবা আবুল হাশেম সুফি বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত এই রায় দেন।

মৃত্যুর আগে পানি চেয়েও পায়নি কিশোর

রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন ও ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী
‘বেহাল রাস্তার চাইতে বিএনপির অবস্থা আরও খারাপ’

পাটুরিয়া-দৌলতদিয়ায় আজও ফেরি চলাচল বন্ধ
রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যাচ্ছেন সব দেশের কূটনৈতিক ও রাষ্ট্রদূতরা


