ভারতকে হটিয়ে দ. আফ্রিকা আবার ১ নম্বরে
---
স্পোর্টস ডেস্ক : বুধবার পার্লে বাংলাদেশকে বড় ব্যবধানেই হারালো দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচ জিতে, এক ম্যাচ হাতে রেখেই এখন রাজা তারা। হ্যাঁ, ওয়ানডে বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ভারতের কাছ থেকে বুধবারের এই জয়ে ছিনিয়ে নিতে পেরেছে তারা। সিংহাসনে বসে এখন দক্ষিণ আফ্রিকাই।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি তাদের ওয়ানডের বিশ্ব র্যাঙ্কিং প্রকাশ করেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে দুই নম্বরে ছিল দক্ষিণ আফ্রিকা। এক নম্বরে ভারত। তারও আগে অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪-১ এ ওয়ানডে সিরিজ হারিয়ে এই প্রোটিয়াদের কাছ থেকেই বিশ্ব র্যাঙ্কিংয়ের মুকুটটা কেড়ে নিয়েছিল ভারতীয়রা।
এখন ২-০ তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। শেষ ম্যাচ জিতে টাইগারদের হোয়াইটওয়াশ করার সুযোগ সামনে। দক্ষিণ আফ্রিকা এখন ৫২ ম্যাচে ৬,২৪৪ পয়েন্টের মালিক। রেটিং পয়েন্ট ১২০। ঠিক ১২০ রেটিং পয়েন্ট ভারতেরও। তারা ৫০ ম্যাচে ৫,৯৯৩ পয়েন্টের মালিক। রেটিং পয়েন্ট সমান হলেও ভগ্নাংশের ব্যবধানে ভারতকে পেছনে ফেলে এক নম্বর জায়গাটি পুনরুদ্ধার করেছে প্রোটিয়ারা। অবশ্য সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ আবার ভারতকে এক নম্বরে উঠে আসার সুযোগ করে দেবে।
ওয়ানডের বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। এছাড়া অস্ট্রেলিয়া ৩, ইংল্যান্ড ৪, নিউজিল্যান্ড ৫, পাকিস্তান ৬, শ্রীলঙ্কা ৮, ওয়েস্ট ইন্ডিজ ৯, আফগানিস্তান ১০, জিম্বাবুয়ে ১১ এবং আয়ারল্যান্ড ১২ নম্বর জায়গায় আছে।
ক্রিকইনফো