g জ্যাকেট-জিন্স পরিহিত ছবি নিয়ে ট্রোলড মালালা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২২শে অক্টোবর, ২০১৭ ইং ৭ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

জ্যাকেট-জিন্স পরিহিত ছবি নিয়ে ট্রোলড মালালা

AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৯, ২০১৭
news-image

---

স্কার্ফে ঢাকা মাথা। পরনে জ্যাকেট আর জিন্‌স। গোড়ালি পর্যন্ত হাই হিলের বুটজোড়া। ব্যস্ত রাস্তায় হেঁটে যাচ্ছেন এক তরুণী। ছবির নিচে ক্যাপশন, ‘মালালা ইউসুফজাই ইন ইউকে।’

পাকিস্তানের একটি ওয়েবসাইটে এই ছবি প্রকাশিত হওয়ামাত্র ট্রোলড করা হচ্ছে সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালাকে। চিরাচরিত সালোয়ার কামিজ ছেড়ে জিন্‌স পরার ‘অপরাধে’ নারী শিক্ষা অধিকার কর্মী মালালাকে কাঠগড়ায় তুলেছেন নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির ওই তরুণী আদৌ মালালা কি না তা অবশ্য নিশ্চিত করে জানা যায়নি। কিন্তু, তা সত্ত্বেও মালালাকে নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না অনেকে। ছবিটি নিয়ে এরইমধ্যে ১১ হাজারেরও বেশি প্রতিক্রিয়া মিলেছে। দু’হাজারেরও বেশি নেটিজেন তা নিয়ে মন্তব্য করেছেন।

এম হুসেন নামে একজনের মন্তব্য, “খুবই লজ্জাজনক… এই ড্রামা কুইনকে ঘৃণা করি।”

কেউ কেউ আবার ব্যঙ্গ করেছেন। আবদুল্লা শাহ নামে এমনই একজনের মন্তব্য, “এখনও নয়, এর আগেও— কখনই লজ্জাবোধ ছিল না তার।”

তবে কটাক্ষ-সমালোচনার পাশাপাশি মালালার সমর্থনেও মুখ খুলেছেন অনেকে। আয়াজ শোরো লিখেছেন, “এটা তো খুব সাধারণ একটা পোশাক… এমনকী মাথায় স্কার্ফও রয়েছে। আমি এতে খারাপ কিছু দেখছি না।” সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর