খান আতা মুক্তিযোদ্ধা ছিলেন : ফারুক
---
বিনোদন প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ও সংগীত পরিচালক খান আতাউর রহমানকে ‘রাজাকার’ বলেছেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু। তার এমন বক্তব্যে পুরো শোবিজ মহলে বিতর্কের ঝড় বইছে। এরই প্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর জোট চলচ্চিত্র ফোরাম।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিএফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুকে উদ্দেশ্য করে চলচ্চিত্র ফোরামের আহ্বায়ক ফারুক বলেন, খান আতাকে ‘রাজাকার’ বলার মধ্য দিয়ে আপনি স্বাধীনতার বিরুদ্ধেই কথা বলছেন।
ফারুক আরও বলেন, খান আতা পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি মুক্তি পায় ৭৩ সালে। তখন বঙ্গবন্ধুর সরকার ক্ষমতায় ছিল। ছবিটি নিয়ে তখনই বিতর্ক তৈরি হয়েছিল। পরে মুক্তিযোদ্ধা মোফাজ্জ্বল হোসেন মায়া (বর্তমান ত্রাণ ও ব্যবস্থাপনা মন্ত্রী) ছবিটি রিভিউ করে এটি চালানোর অনুমতি দেন। মুক্তিযুদ্ধের সরকারই ছবিটি নিয়ে যখন আপত্তি করেনি তখন আপনি (নাসির উদ্দিন ইউসুফ) কেন খান আতার বিরুদ্ধে কথা বলছেন। তার মানে আপনি স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছেন!
সংবাদ সম্মেলনে ফারুক ছাড়াও অংশ নেন নির্মাতা আমজাদ হোসেন, সিবি জামান, আজিজুর রহমান, মুশফিকুর রহমান গুলজার, খান আতার ছেলে কণ্ঠশিল্পী-অভিনেতা আগুনসহ আরও অনেকে।
পরিচালক আজিজুর রহমান বলেছেন, খান আতা মুক্তিযুদ্ধের সময় ঝুঁকি নিয়েও বাংলা চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন। তো পাকিস্তানিদের হুমকি মাথায় নিয়েও যিনি কাজ করেছেন তিনি মুক্তিযোদ্ধা না রাজাকার? খান আতা ছিলেন, আছেন, থাকবেন। সংবাদ সম্মেলনের বক্তব্য পর্ব শেষ হওয়ার পর খানা আতা পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’ ছবিটি প্রদর্শিত হয়।