মধ্যপ্রাচ্যে হালাল মাংস রপ্তানির সুযোগ বাংলাদেশের
AmaderBrahmanbaria.COM
অক্টোবর ১৪, ২০১৭
---
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ বাংলাদেশের কাছে হালাল মাংস চাচ্ছে। এজন্য তারা কিছু পূর্বশর্ত আরোপ করেছে। আগামী ২ বছরের মধ্যে পূর্বশর্ত পূরণ করে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মাংস রপ্তানী করা হবে।
শুক্রবার ১৩ অক্টোবর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব ডিম দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের সচিব মো. মাকসুদুল হাসান খান একথা বলেন।
তিনি বলেন, এপর্যন্ত দেশের পোল্ট্রি শিল্পে ৪০ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আগামী ৫ বছরে এ শিল্পে বিনিয়োগ দাঁড়াবে ৬০ হাজার কোটি টাকা।