দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সরকারীকরণ হয়েছে
            AmaderBrahmanbaria.COM
            
          
              অক্টোবর ১২, ২০১৭
            
          
---
                    বহুল প্রত্যাশিত জেলার আখাউড়া পৌরশহরের প্রাচীনতম বিদ্যাপীঠ দেবগ্রাম পাইলট মডেল হাইস্কুল অবশেষে সরকারীকরণ করা হয়েছে।
                  
                
                    বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান মাননীয় আইনমন্ত্রী আনিসুল হকের সাথে ফোনে কথা বলে জাতীয়করণ এর বিষয়টি নিশ্চিত হয়েছেন বলে জানিয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠানটির জাতীয়করণ খবরে এলাকার শিক্ষক, ছাত্র,অভিবাবক মহল ও শুভাকাংখীদের মাঝে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।
                  
                
                    প্রধান শিক্ষক মাহফুজুর রহমান সরকারীকরণের সত্যতা নিশ্চিত করে বলেন কিছুদিন আগে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে সরকারীকরণে ইচ্ছা প্রকাশ করেছিলেন আইন মন্ত্রী মহোদয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মন্ত্রী মহোদয়ের কাছে ফোন করে বিযয়টি নিশ্চিত হই। অল্প কিছুদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হবে বলেও জানান তিনি। এজন্য আমি মন্ত্রী মহোদয়সহ সর্বস্তরের সাধারনের কাছে কৃতজ্ঞা প্রকাশ করছি। সরকারীকরণে অত্র এলাকার সর্বসাধারনের প্রানের দাবী ছিল। মাননীয় মন্ত্রী মহোদয়ের উছিলায় তাহা বাস্তবায়িত হয়েছে। অত্র আখাউড়া এলাকার সার্বিক শিক্ষার মান উন্নয়নে দৃষ্টান্তমুলক অবদান রাখবে এই স্কুলটি।
                  
                
        

