আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতে সাজা দিল ১৮ নারীসহ ১৯ জনকে
---
আশুগঞ্জ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় ১৮ নারীসহ ১৯ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। রোববার দুপুরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল কায়সার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এর আগে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত পুলিশ দূর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ১৮ নারীসহ ১৯ জনকে আটক করে।
এদের মধ্যে ১৭ জনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদ- এছাড়াও বাকি দুজনকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হল, উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল সাত্তার মিয়ার স্ত্রী শিপা(২৫), আশুক মিয়ার স্ত্রী রুবিনা(২৪), জরু মিয়ার স্ত্রী সাজেদা(৬০) রাইজ মিয়ার স্ত্রী আয়েশা বেগম(৪০), হাবিবুল্লাহ কামাল মিয়ার স্ত্রী তৈয়বা খাতুন(৪০), সেলিম মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম(৪৫), শাহজাহান মিয়ার স্ত্রী আকলিমা, নাছির মিয়ার স্ত্রী মিনা বেগম(৩৫), আলকাছ মিয়ার স্ত্রী নাছিমা(৪৫), জালাল মিয়ার স্ত্রী সুহেদা বেগম(২২), মৃত নূরুল হকের স্ত্রী নীলুফা বেগম(৫০), মৃত ফরিদ মিয়ার স্ত্রী মমতাজ বেগম(৩৫), হোসেন মিয়ার স্ত্রী মমোতাজ বেগম(৪৫), রতন মিয়ার স্ত্রী তহুরা বেগম(৩৫), সফিক মিয়ার স্ত্রী ফরিদা বেগম(৪৫), বাচ্চু মিয়ার স্ত্রী নীলুফা বেগম (৫০), মৃত নূরু মিয়ার ছেলে হাবিব(৩৫), জেলার সরদর উপজেলার সুহলপুরের সাইদুর রহমানের স্ত্রী বিউটি(৪০) ও আশুগঞ্জ চরচারতলা এলাকার খালেক খন্দকারের স্ত্রী তাহমিনা বেগম(৩৫)। এদের মধ্যে তৈয়বা খাতুন ও ফরিদা বেগমকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়াও তাহমিনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কোরাদন্ড দেয়া হয়েছে।
আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার ১৯ জনকে সাজা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, পূর্ব বিরোধের জের ধরে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের নজর হাটি এলাকার সাবেক মেম্বার মনু মিয়া ও একই এলাকার মগল মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। এসময় হামলাকারীরা মনু মিয়া মেম্বারের দুটি বসত ঘরে আগুন এবং তার পক্ষের লোকজনের অন্তত ৮ টি ঘরে ভাংচুর ও লুটপাট চালায়। আগুনে মনু মিয়ার দুটি ঘর পুড়ে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে। খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।