নতুন নিয়মের প্রথম সুবিধা পেল দক্ষিণ আফ্রিকা
AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ৩০, ২০১৭
---
স্পোর্টস ডেস্ক :পচেফস্ট্রম টেস্টের তৃতীয় দিন ব্যাট করতে নেমেছে সফরকারী বাংলাদেশ। দিনের শুরু থেকেই বেশ সতর্কতার সঙ্গে ব্যাটিং শুরু করেন মুমিনুল হক ও তামিম ইকবাল। তবে এরই মধ্যে আইসিসির নতুন নিয়মের প্রথম সুবিধা পেয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
সেটি হচ্ছে, কোনো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে বরাবরের মতো রিভিউ নিতে পারবে দলগুলো। তবে তাতে সফল না হলেও রিভিউ হারাবে না দলগুলো। ৩৭.২ ওভারে তামিমের পায়ে লাগে কাগিসো রাবাদার বল। এলবিডব্লিউর আবেদন করেন রাবাদা। তবে তাতে সাড়া দেননি আম্পায়ার। এতে রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা।
পরে রিপ্লেতে দেখা যায়, রাউন্ড দা উইকেটে করা রাবাদার বল তামিমের লেগ স্টাম্প স্পর্শ করে যাচ্ছিল। আম্পায়ার্স কলে বেঁচে যান তামিম। তবে নতুন আইন অনুযায়ী অক্ষত থেকে যায় দক্ষিণ আফ্রিকার দুটি রিভিউ।
চ্যাম্পিয়ন হতে সেই ভারতকে দরকার বাংলাদেশের!
‘নেইমারকে ছাড়াও পিএসজি শক্তিশালী দল’
সিলমারা ব্যালট বই দেখেই চলে গেলেন ম্যাজিস্ট্রেট


রোনালদোর জোড়া গোলে রিয়ালের স্বস্তি
মনের জোরে গড়িয়ে হলেও ৪২ কিলোমিটারের ম্যারাথন জয়
রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে হেরে গেল রিয়াল