g রোহিঙ্গা সমস্যা সমাধানে রোডম্যাপ দেবেন প্রধানমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার, ২৭শে অক্টোবর, ২০১৭ ইং ১২ই কার্তিক, ১৪২৪ বঙ্গাব্দ

রোহিঙ্গা সমস্যা সমাধানে রোডম্যাপ দেবেন প্রধানমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
সেপ্টেম্বর ১১, ২০১৭

---

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘রোডম্যাপ’ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে ত্রাণ বিতরণকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসবেন, তিনি সরেজমিনে দেখবেন। রোহিঙ্গা সমস্যা সমাধানে রোড়ম্যাপ দেবেন। তাঁর সাহসী পদক্ষেপে এ সমস্যার সমাধান হবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘উত্তরাঞ্চলে বন্যা, হাওরে বিপর্যয়, উপকূলেও বন্যা-এতগুলো সমস্যা নিয়ে আজকে আমরা রোহিঙ্গাদের বিশাল স্রোতের মুখে পড়েছি। সরকারের দুই মেয়াদে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করছি আমরা।’

মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত তিন লাখেরও বেশি রোহিঙ্গা এখানে এসেছে। সাগরের রাক্ষুসী জলরাশির চেয়েও ভয়ঙ্কর গতিতে তারা এখানে আসছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি এখনো রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আসেনি। এলেও তাঁরা আসবে ফটোসেশনের জন্য। কিন্তু আমরা প্রথম দিন থেকে তাদের পাশে আছি।’

কাদের জানান, আজকে চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে দশ হাজার শাড়ি-লুঙ্গি, বাচ্চাদের কাপড়সহ চাল, ডাল সাহায্য বিতরণ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রমুখ।

এ জাতীয় আরও খবর