রাম রহিম ভণ্ড বাবাদের তালিকায়
---
অনলাইন ডেস্ক : ভারতের স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম সিং। ধর্মগুরুর বেশ নিয়েই ধর্ষণ থেকে শুরু করে গড়েছেন সম্পদের অঢেল পাহাড়।
তার ভক্ত সংখ্যাও ছিল গগনচুম্বী। কিন্তু দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে এখন কয়েদখানায় বন্দী বাবা রাম রহিম সিং।
আর এবার রাম রহিমকে ভণ্ড বাবাদের তালিকায় অন্তর্ভুক্ত করল হিন্দু সাধু সন্ন্যাসীদের শীর্ষ সংগঠন ‘অখিল ভারতীয় আখড়া পরিষদ। ’ সম্প্রতি ভুয়া বাবাদের একটি তালিকা প্রকাশ করেছে তারা। যেখানে আসারাম বাপু,তার ছেলে নারায়ণ সাই, সন্ত রামপাল সহ মোট ১৪ জন ভণ্ড সাধুর নাম রয়েছে। নাম রয়েছে রামরহিমেরও।
সংগঠনের সর্বভারতীয় সভাপতি মহন্ত নরেন্দ্র গিরি বলেছেন, ‘এরকম ভণ্ড বাবাদের জেলে পোরা উচিত। সঠিক তদন্ত হওয়া উচিত তাদের আয় ব্যায় ও সম্পত্তির। সাধারণ মানুষকে সতর্ক করছি। এদের খপ্পরে পড়বেন না । এইসব বুজরুকদের বিবেক বলে কিছু নেই। তাদের সন্দেহজনক কাজকর্মের জন্যই সাধু সন্ন্যাসীদের এত দুর্নাম। ’
কেন্দ্র ও রাজ্য সরকার এবং বিরোধী দলগুলির হাতে খুব শিগগির তালিকাটি তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যাতে ভণ্ড বাবাদের গতিবিধির ওপর নজর রাখা যায়। কালীপূজোর পর আরও ২৮ জন ভুয়া সন্ন্যাসীর নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি।
বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈনর মতে, ‘সব সাধু সন্ন্যাসীরা একরকম হন না। এক–দু’জনের পাপের মাসুল দিতে হচ্ছে সকলকে। ’
হিন্দু ধর্ম রক্ষার কাজ করে ‘অখিল ভারতীয় আখড়া পরিষদ। ’ একাধিক আখড়া কাউন্সিল নিয়ে গঠিত সংগঠন। ১৫ বছর পুরনো ধর্ষণ মামলায় গত ২৮ অাগস্ট ২০ বছরের কারাদণ্ড হয়েছে রাম রহিমের। সিরসায় ডেরায় হানা দিয়ে ইতোমধ্যে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সময় থাকতে তাই তার পাস থেকে সরে এসেছে ‘অখিল ভারতীয় আখড়া পরিষদ। ’