দক্ষিণ আফ্রিকা সফরেও অনিশ্চিত মোসাদ্দেক!
---
স্পোর্টস ডেস্ক : চোখের সমস্যার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ মিস করেছেন। দলে থেকেও শেষ পর্যন্ত বাদ পড়তে হয়েছে তাকে। এবার আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তার দলে থাকা নিয়ে দেখা দিয়েছে সংশয়। কারণ সেই একটাই, চোখের সমস্যা! এই তরুণ অল-রাউন্ডারের চোখের কর্নিয়ার ইনফেকশন এখনো নাকি ভালো হয়নি।
বিসিবি সূত্রে জানা গেছে, এখনো মোসাদ্দেকের চোখের ইনফেকশন সেরে ওঠেনি। আরও উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার তার থাইল্যান্ড যাওয়ার কথা। আগামীকাল মঙ্গলবার সেখানকার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলবেন মোসাদ্দেক। ওই চক্ষু বিশেষজ্ঞের সঙ্গে আগেই পরামর্শ করেছে বিসিবি। কিন্তু এবার মোসাদ্দেককে সরাসরিই দেখতে চাইছেন তিনি।
কিন্তু কতদিনে সুস্থ হয়ে উঠবেন মোসাদ্দেক? এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, যেহেতু মোসাদ্দেকের চোখের সমস্যাটা ইনজুরি টাইপের নয়, তাই বলা কঠিন ঠিক কতদিনে সে পুরোপুরি সেরে উঠবে। এ জন্য বলা যাচ্ছে না সে দক্ষিণ আফ্রিকা সফরে থাকতে পারবে কিনা।
আমরা ওকে খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।