যে নারীর জন্য গর্বিত হৃতিক
---
বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার হৃতিক রোশন বরাবরই ফিটনেস সচেতন। সুস্থ থাকার জন্য সবার আগে ফিট থাকা জরুরি- এটাই মনে করেন এই হিরো। হৃতিকের মতে, ‘ইমপসিবল ইজ নাথিং’। আর এই কথাটাই বলেছিলেন, দিদি সুনয়না রোশনকে।
হঠাৎ এ প্রসঙ্গ কেন উঠলো? কারণ সুনয়নার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ওজন ছিল। বেশি ওজন থাকায় ডিপ্রেশনেও ভুগতেন তিনি। কারও সামনে বেরুতে চাইতেন না। তবে এখন আর সে সমস্যা নেই। কারণ হৃতিকের পরামর্শে অনুপ্রাণিত হয়ে নিজের লুকটাই বদলে ফেলেছেন সুনয়না। ব্যায়াম করে, ডায়েট করে তিনি এখন পুরোপুরি স্লিম।

আসলে ‘ইমপসিবল ইজ নাথিং’- হৃতিকের এই কথাটা মনেপ্রাণে বিশ্বাস করেছিলেন সুনয়না। এরপর নেমে পড়েছিলেন ওজন কমানোর মিশনে। স্লিম হওয়োর পর এখন তিনি এখন আত্মবিশ্বাসে টইটুম্বুর।
সুনয়নার নতুন লুকের ছবি শেয়ার করেছেন খোদ হৃতিক। টুইট করে তিনি লিখেছেন, ‘দিদি তোমার জন্য আমি গর্বিত।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।
শুটিংয়ে আহত নায়িকা শুভশ্রী
ইনিই আমিরের প্রথম স্ত্রী!
সুশ্রী শুভশ্রী
ইসলাম গ্রহণের কথা ভাবছেন লিন্ডসে লোহান