৬ কোটি টাকা পুরস্কার টাইগারদের
---
অস্ট্রেলিয়াকে প্রথম টেস্টে ২০ রানে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ে আনন্দে মাতোয়ারা বাংলাদেশ। দেশের মানুষকে ঈদ উপহার দিতে পেরে ক্রিকেটাররা উচ্ছ্বসিত। ক্রিকেটারদের আনন্দ অনেক বাড়িয়ে বিশাল অংকের পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ ১১ বছর পর টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। মিরপুরে ঐতিহাসিক জয়ের পর বিসিবি দুই কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে টাইগারদের জন্য। দলের ১৪ ক্রিকেটার ছাড়াও কোচিং স্টাফ পাবে এই অর্থ। সঙ্গে যোগ হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলার জন্য চার কোটি টাকা। অর্থাৎ টাইগারদের মোট পুরস্কার ৬ কোটি টাকা।
ঢাকা টেস্ট শুরু হওয়ার কয়েক দিন আগে চ্যাম্পিয়নস ট্রফির ৪ কোটি পুরস্কারের জন্য বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করেছিলেন সিনিয়র খেলোয়াড়রা। মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকদের বোর্ড সভাপতি আশস্ত করেছিলেন, খুব দ্রুত পুরস্কারের টাকা দেওয়া হবে। অস্ট্রেলিয়া বধের ঠিক পরই বিসিবি সভাপতির কাছ থেকে সুখবর এলো।
চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হেসেন, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।
ঢাকা টেস্টের বাংলাদেশ দল : মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।