বিএনপি উদ্ভট ও অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছে : হানিফ
---
নিজস্ব প্রতিবেদক :ইস্যু নিয়ে বিএনপি উদ্ভট ও অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন।
বুধবার দুপুর ২টায় কুষ্টিয়া পিটিআইরোডস্থ নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
‘সরকার মুসলিম বিরোধী’ বলেই বাধা পাচ্ছে রোহিঙ্গারা বিএনপি নেতা রহুল কবির রিজভীর এমন এক মন্তেব্যের জবাবে হানিফ বলেন, রোহিঙ্গা সমস্যা হচ্ছে মায়ানমারের। আর বিএনপি মায়ানমার ইস্যু নিয়ে যে সব উদ্ভট ও অপ্রাসঙ্গিক বক্তব্য দিচ্ছে আসলে তার কোনো ভিত্তি নেই।
মানবিক কারণে যতটুকু করণীয় সরকার ততটুকু করছে বলেও মন্তব্য করেন তিনি।এ মামলার অন্য বিবাদীরা হলেন ড্যান্ডি ডাইং লিমিডেট, প্রয়াত সাঈদ এস্কান্দারের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, তারেক রহমান, আরাফাত রহমান, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান।
এ মামলার ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদ মারা গেলে তাঁর স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকে বিবাদীভুক্ত করা হয়।