g বাঞ্ছারামপুরের নারীনেত্রী সুচির ঈদ ভাবনা | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরের নারীনেত্রী সুচির ঈদ ভাবনা

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৭

---

বাঞ্ছারামপুর প্রতিনিধি: বাঞ্ছারামপুরের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত মুখ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নারীনেত্রী সনি আক্তার সুচি। তিনি বয়সে তরুণ হলেও সাংগঠনিক কর্মকান্ড ও কর্মদক্ষতা দিয়ে ইতিমধ্যেই স্থানীয় সংসদ সদস্য ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম সহ এলাকাবাসির কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। সুচি নারীদের অধিকার, নারীদের সমস্যা-সংকট নিয়ে কাজ করে নারী মহলেও অনেক সুনাম অর্জন করেছেন। তার ধ্যান, জ্ঞান এখন রাজনীতি। রাজনীতি মাঠের এই সংগ্রামী নেত্রী ইতিমধ্যে জেলার রাজনীতিতে একটি আলোচিত নাম। বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি গ্রামের কৃতিসন্তান বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সুবীরের স্ত্রী সনি আক্তার সুচি তার সততা, আদর্শ ও দলীয় কর্মকান্ডে সময় দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক সনি আক্তার সুচি ঈদ ভাবনায় বলেন, “ঈদের আনন্দের মজাটাই আলাদা। আমরা মুসলমান হিসেবে ঈদ উৎসব উপভোগ করি বেশ ধুমধামভাবে। প্রতিবছর দরিকান্দি গ্রামে স্বামীর বাড়িতে ঈদ উৎসব পালন করি সবার সাথে।” সুচি ঈদের শৈশব স্মৃতি নিয়ে আরো বলেন, “ঈদের সময় গ্রামের বাড়িতে গেলে যেন শৈশবের স্মৃতিতে ফিরে যাই। গ্রামে স্কুল জীবনে সহপাঠীদের সাথে ঈদের আনন্দ উপভোগ করা এবং বড়দের কাছ থেকে ঈদের উপহার গ্রহণ করার স্মৃতিগুলো এখনও বেশ মনে পড়ে। প্রতিবছর ঈদের সময় ছোটদেরকে জামা-কাপড় উপহারের পাশাপাশি নগদ টাকাও উপহার দেই। ঈদ আসলেই মনে পড়ে সেই শৈশবের ঈদ আনন্দের কথা।” এবারের ঈদ কিভাবে কাটানো হবে এমন প্রতিক্রিয়ায় সুচি বলেন, “এবার স্বামীর বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দিতে শ্বাশুরি, স্বামী, বাসুর, দেবর, সন্তানসহ সকল আত্মীয়-স্বজনের সাথে ঈদ করব। ঈদের দিন বিকেলে আমার রাজনৈতিক গুরু ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম তাজ ভাই এবং আমার প্রিয়নেত্রী হাসু ইসলাম ভাবির সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। ঈদের পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকার বিভিন্ন নেতাকর্মী ও আত্মীয়-স্বজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। বাবার বাড়ি নবীনগরের বাড্ডায় কাটাবো। সবমিলিয়ে ঈদ বেশ ভালোই কাটবে। ঈদের তৃতীয় দিন চেষ্টা করব বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার আমার নির্বাচনি এলাকার জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করব। ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আসুক, প্রতিটি মানুষের মুখে ঈদের হাসি ফুটে উঠুক এমন প্রত্যাশা করি। ব্রাহ্মণবাড়িয়া জেলার সবাইকে জানাই ঈদ মোবারক।”

এ জাতীয় আরও খবর