g নাইক্ষ্যংছড়ির ৬ পয়েন্টে কয়েক হাজার রোহিঙ্গার অবস্থান | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ৩রা সেপ্টেম্বর, ২০১৭ ইং ১৯শে ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়ির ৬ পয়েন্টে কয়েক হাজার রোহিঙ্গার অবস্থান

AmaderBrahmanbaria.COM
আগস্ট ৩০, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক :মিয়ানমারে জাতিগত সহিংসতায় প্রাণ ভয়ে পালিয়ে আসা কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় নাইক্ষ্যংছড়ি উপজেলার নোম্যান্সল্যান্ডের ৬টি পয়েন্টে অবস্থান নিয়েছে। তবে বিজিবি ও স্থানীয় জনগণের কঠোর অবস্থানের কারণে তারা দেশে ঢুকতে পারছে না।

এদিকে আজ বুধবার সকালে আইনশৃঙ্খলা অবনতির আশংকায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা করা হয়েছে। মত বিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, মৌজার হেডম্যানসহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

সভায় ৩১ বিজিবির জোন কমান্ডার লে. কর্নেল আনোয়ারুল আজিম বলেন, রোহিঙ্গাদের কেউ সাহায্য করবেন না। যদি কেউ চলে আসে তাহলে তাকে বুঝিয়ে পাঠিয়ে দেন। আইনশৃঙ্খলা অবনতি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করার আহবান জানান তিনি।

এদিকে জেলা প্রশাসক দীলিপ কুমার বণিক বলেন, রোহিঙ্গাদের সহায়তার নামে যাতে কেউ লুটপাট করতে না পারে এবং দালালদের নির্মূল করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

উল্লেখ্য নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু, ঘুমধুম, আশারতলী, চাকঢালা, ফুলতলী, লেমুছড়ি এলাকার জিরো পয়েন্টে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে। তবে চাকঢালা সীমান্ত এলাকার আশেপাশে সর্বাধিক রোহিঙ্গা তাবু টাঙিয়ে অবস্থান করছে।

এ জাতীয় আরও খবর