g যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন ‘হার্ভে’ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ২৭শে আগস্ট, ২০১৭ ইং ১২ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের দিকে এগোচ্ছে শক্তিশালী হারিকেন ‘হার্ভে’

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২৫, ২০১৭

---

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের টেক্সাসে আঘাত হানতে যাচ্ছে তিন নম্বর ক্যাটাগরির ভয়াবহ হারিকেন ‘হার্ভে’। হারিকেনটি বর্তমানে মেক্সিকো উপসাগরে অবস্থান করছে। স্থানীয় সময় শুক্রবার রাতে এটি টেক্সাস উপকূলে আঘাত হানতে পারে।

গত ১২ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা হারিকেনগুলোর মধ্যে তিন নম্বর ক্যাটাগরির এ হারিকেনটি সবচেয়ে শক্তিশালী। এর আগে, ২০০৫ সালে উইলমা নামের এ ধরনের শক্তিশালী একটি হারিকেন যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছিল। উইলমার আঘাতে নিহত হয়েছিল ৮৭ জন।

জাতীয় হারিকেন সেন্টার জানায়, হারিকেন কেন্দ্রে এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার। এটি আরো বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে হোস্টন ও আশেপাশের এলাকায় বন্যা দেখা দিতে পারে। টেক্সাসের প্রাণকেন্দ্রে অবস্থিত তেল শোধনাগার শিল্প এলাকায়ও ঝড় আঘাত হানতে পারে।

নিম্নাঞ্চল থেকে স্থানীয়দের সরে আসার এবং সতর্কবার্তাকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন উপকূলীয় শহর কোরপাস ক্রিস্টির মেয়র জো ম্যাককম্ব। সূত্র: ইএসএ টুডে

এ জাতীয় আরও খবর