g ভেসে গেছে ১১ কোটি টাকার মাছ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

বৃহস্পতিবার, ২৪শে আগস্ট, ২০১৭ ইং ৯ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

ভেসে গেছে ১১ কোটি টাকার মাছ

AmaderBrahmanbaria.COM
আগস্ট ২১, ২০১৭

---

 

নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়া আত্রাই নদীর পানি বিপদসীমার ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাঁচদিনে বন্যার পানিতে ভেসে গেছে ৭ শতাধিক পুকুরের মাছ। বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে এ সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত স্থানীয় মৎস্য বিভাগ ১১ কোটি টাকার ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে। তবে এখন পর্যন্ত যে সব পুকুর ডুবে যায়নি, সে সব পুকুরের মাছ রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন চাষীরা।

এদিকে ক্ষতির সম্মুখীন পল্লীবিদ্যুৎ সাবস্টেশন। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়র, ইউএনও বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের খোঁজ-খবর নিচ্ছেন। এছাড়া উপজেলার প্রায় ৭০টি স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ১৫টি আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

রবিবার বিকেলে উপজেলার কয়রাবাড়ীতে জেলা প্রশাসক শাহিনা খাতুন বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। নাটোরের সিংড়া উপজেলায় দিন দিন বন্যা পরিস্থিতির অবনতির পাশাপাশি বাড়ছে ক্ষতির পরিমাণ।

মাছচাষীরা বলেন, হঠাৎ বন্যার কারণে রাতারাতি পুকুরের মাছ বন্যার পানির সাথে ভেসে গেছে। অনেকে রক্ষা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। তবে বন্যায় অপূরণীয় ক্ষতি হয়েছে।

সিংড়া উপজেলার রাণীনগর গ্রামের মাছ চাষী আত্তাব আলী বলেন, ২২ বিঘার ছয়টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে ১১ লাখ টাকার ক্ষতি হয়েছে। আরো তিনটি পুকুরও নিমজ্জিত হওয়ার উপক্রম। বন্যার পানি বাড়লে সেগুলো তলিয়ে যাবে।

 

সিংড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওমর আলী বলেন, মৎস্য ভান্ডার খ্যাত চলনবিলের সিংড়ার অধিকাংশই মৎস্যচাষী। হঠাৎ বন্যায় এই উপজেলার সাত শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে। ক্ষতি ১১ কোটি টাকা ছাড়িয়ে গেছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর