ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ গাড়ি আটক
---
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় বিজিবি ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১০৪কেজি গাঁজা উদ্ধারসহ পিক ভ্যান গাড়িটি জব্দ করা হয়েছে। এসময় মাদক ব্যবসায়ী ও ড্রাইভারকে আটক করা যায়নি।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, আজ বৃহস্হপতিবার সকালে কসবা উপজেলার পানিয়ারূপ মোড় এলাকার বিজিব ও আমাদের যৌথ অভিযানের সময় ঢাকামেট্রো-৯/১৩৩৫-৪৭ পিককাপ গাড়িটি দাড়ানোর সিগনাল দিলে না দাড়িয়ে দ্রুত চলে যায়। আমরা তার পিছু নিলে কিছু দূর সামনে গিয়ে তারা গাড়ি ফেলে তারা চলে যায়। পরবর্তীতে গাড়িটিতে বিভিন্ন স্হানে তল্লাশি চালালে পিছনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৬প্যাকেট প্রত্যেকটি ৪কেজি করে মোট ১০৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে সময় নির্ভয়যোগ্য তর্থ্যের ভিওিতে তিনমাদক ব্যবসায়ী, ড্রাইভার ও গাড়িমালিকসহ সর্বমোট ৫জনকে আসামী করা হয়েছে। এরা হলেন, কুমিল্লার ব্রাক্ষণপাড়া এলাকার হেলাল এবং কসবার এলাকার মাদলা ও হরিপুর গ্রামের জাকির ও কালাম। উদ্ধারকৃত মাদকসহ জব্দকৃত গাড়ির সবমিলিয়ে বাজার মূল্য আনুমানিক (৩০.০০০.০০) এিরিশ লক্ষ টাকার মত। তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদক আইনে মামলা দেওয়া হয়েছে।