নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চোর সন্দেহে ৪জনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার ভোরে ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের কচ্চবিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতদের নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নে গরু চুরি হয়ে আসছিল। ওই গরু চোরদেরকে ধরার জন্য এলাকাবাসী রাত জেগে পাহারা দিয়ে আসছে। বৃহস্পতিবার ভোরে গরু চুরি করার জন্য একটি পিক-আপ নিয়ে ৭/৮ জনের এক দল চোর আসে ওই ইউনিয়নের উত্তর কচ্চবিয়া গ্রামে। পরে স্থানীয় এলাকাবাসী টের পেয়ে ওই চোরদেরকে ধাওয়া দিয়ে ঘেরাও করে। এসময় ৪ চোরকে গণপিটুনি দিলে তাদের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে গেছে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, রাতে একটি পিকআপ নিয়ে গরু চুরি করতে আসলে ৪ চোরকে গণপিটুনি দিয়ে হত্যা করে স্থানীয় এলাকাবাসী। তবে নিহতদের নাম ও পরিচয় এখনোও সনাক্ত করা যায়নি বলেও তিনি জানান।
পরিবর্তন ডট কম থেকে


দুই জেলায় তিন জঙ্গি আস্তানা : সর্বোচ্চ সতর্কাবস্থায় পুলিশ

বুলবুল ও গউছ এর বরখাস্তের আদেশ স্থগিত

‘দায়িত্বে ব্যর্থতায়’ বরিশাল ও বরগুনার ডিসি প্রত্যাহার
আগুনে পুড়ে গেছে এসএসসি পরীক্ষার ৭৭ জনের প্রবেশপত্র : ২০ হাজার শিক্ষার্থীদের সনদপত্র


‘বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ’ পাবনার আহসান উদ্দিন শাহ!