‘ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কারণে আজ আমি চিত্রনায়ক শাকিব’
---
বিনোদন ডেস্ক : কখনো স্ত্রী-সন্তান নিয়ে আলোচনার ঝড়, কখনো শিল্পী সংগঠনের সঙ্গে, এফডিসির নির্বাচনে তুলকালাম কাণ্ড কিংবা যৌথ প্রযোজনার ছবির ইস্যু নিয়ে সবশেষ নিষিদ্ধ হন-সবকিছুই ছিল নায়ক শাকিব খানকে নিয়ে। সেই শাকিবের হাতে উঠলো সেরা অভিনেতার পুরস্কার।
গতকাল সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হন সেই শাকিব। প্রধানমন্ত্রীর হাত থেকে তুলে নেন শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। নির্মাতা এস এ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
উল্লেখ্য, শাকিব খান ২০১০ সালে জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সিনেমার অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০১২ সালে শাহীন সুমনের ‘খোদার পরে মা’র জন্য দ্বিতীয়বারও একই সম্মান অর্জন করেন।
২০১৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শাকিব খানের সঙ্গে যৌথভাবে এবার পুরস্কারটি পেয়েছেন আরেক অভিনেতা মাহফুজ আহমেদ।
পুরস্কার প্রাপ্তি নিয়ে শাকিব বলেন, ‘তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার এ সম্মান আমার জন্য গৌরব ও আনন্দের। আমি ভীষণ আনন্দিত। আর এজন্য আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা রইল। কারণ তাদের কারণেই আজ আমি চিত্রনায়ক শাকিব হতে পেরেছি।’