নবীনগরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর ঘটনায় মিছিল ও মানববন্ধন
---
নবীনগর (ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার সদরে আহমেদ প্রাইভেট হাসপাতালে ভূয়া গাইনী বিশেষজ্ঞ ডাক্তারের হাতে ১০ মাসের অন্তঃসত্ত্বা এক প্রসুতীর মৃত্যুর ঘটনায় আজ শনিবার দুপরে ডাক্তার সহ হাসপাতালের মালিকের ফাঁসির দাবীতে মানবসেবা সামাজিক সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে থানা গেটের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সালাউদ্দিন বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ্ আল মামুন,উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন, মো: মাসুক, নিহতের স্বামী মো:সেলিম মিয়া, নিহতের পিতা উম্মেদ আলী প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন আহাম্মেদ প্রাইভেট হাসপাতালে একের পর এক এসব মৃত্যুর ঘটনা ঘটছে প্রশাসন-এইসব প্রাইভেট হাসপাতাল গুলোকে সরকারী ভাবে যেন মনিটরিং করে এবং আর যেন কোন প্রসূতীর মৃত্যু না হয় মানববন্ধনে এই দাবী জানান বক্তারা। মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী ও উপজেলা স্বাস্থ’ কর্মকর্তা ডা: মোহাম্মদ ইউনুস আলীর কাছে সংগঠনটির পক্ষথেকে স্বারক লিপি প্রদান করা হয়।
উল্লেখ্য মৃত্যুর ঘটনায় প্রসূতীর স্বামী মোঃ সেলিম মিয়া বাদী হয়ে ডাক্তার ও হাসপাতালের মালিকের বিরুদ্ধে শুক্রবার সকালে থানায় খুনের মামলা করেন। পুলিশ হাসপাতালের মালিক মোঃফরিদ আহমেদ(৫৫)কে গ্রেফপ্তার করলেও ওই ভূয়া ডাঃমোঃশফিক উল ইসলাম পালিয়ে যাওয়াতে গ্রেপ্তার করতে পারেনি।