কসবায় ৩৩টি আইডির বিরুদ্ধে কাউন্সিলরের জিডি
---
আনোয়ার হোসেন উজ্জল , কসবা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অপপ্রচার ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে স্ট্যাটাস দেওয়ার অভিযোগ এনে ৩৩টি ফেসবুক আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু জাহের। কসবা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওই কাউন্সিলর গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ জিডি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, কসবা গরু চোরদের খবর ও কসবা আউট নামে দুটি ফেসবুক আইডি থেকে তাঁর ছবি ব্যবহার করে মিথ্যা খবর ও মানহানিকর বক্তব্য লিখছে। এ ছাড়া আরো ৩১টি আইডি থেকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর এপিএসসহ কসবা-আখাউড়ার সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এতে করে ওই সব ব্যক্তির মানহানি ও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বাংলা ও ইংরেজিতে নাম লেখা এসব আইডির মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক, সুমাইয়া আক্তার, লাল সবুজের, সময়ের দাবী, কসবার জনতা, রূপকথার অবুঝ ঝলক, কলেজ শাখা ছাত্রলীগ, সমুদ্র বিলাস, নিলাদ্রী শেখর, কসবা আখাউড়া রাজনীতি, কায়েমপুর তাজা খবর, আমরা মুজিব সেনা, কুটি কসবা আমার প্রাণ, কসবার জনতা, শামীম চৌধুরী সাইফ, তসলিমু রেজা, রাশিদুল রেজা তসলিম, মো. জয় হোসেন, নাজমুল হাসান অভি, ফারহানা মিলি, মো. গোলাম জিলানী পীরগঞ্জ, বি এম আহসান, শহিদুজ্জামান জোয়ার্দার, আবুল কালাম আজাদ, মোল্লা মোহাম্মদ ওবায়েদ, মো. আলী ইসলাম, কাউছার ভূঁইয়া, ওমর ফারুক স্বপন, আনোয়ার হোসেন, সৈয়দ মো. মহসীন, কুটি পিপীলিকা। সাধারণ ডায়রির সঙ্গে ফেসবুক স্ট্যাটাসের কিছু কপি জুড়ে দেন আবু জাহের।
এ ব্যাপারে কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন বলেন, ‘রাজনৈতিক ফায়দা লুটতে একটি মহল ফেসবুকের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আশা করছি, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ’
মো. আবু জাহের বলেন, ‘এসব ফেসবুক আইডির মধ্যে কয়েকজন নিজেদের সঠিক নাম-ঠিকানা ব্যবহার করেছে। আবার কেউ ভুয়া নামে আইডি খুলে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। ’