ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় আমদানী নিষিদ্ধ আতসবাজিসহ আটক ২
---
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সহায়তায় ভারতীয় আমদানী নিষিদ্ধ ১১ লাখ টাকামূল্যের আতসবাজি, একটি পিকআপ ভ্যানসহ দুইজনকে আটককরেছে পুলিশ।বুধবার গভীর রাতে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়েরসামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হল সদর উপজেলারসুলতানপুর এলাকার আমির মিয়ার ছেলে ইমরান(২০) ও আখাউড়া উপজেলার আব্দুল্লাপুর পশ্চিম পাড়া এলাকার মিন্টু মিয়ার ছেলে রবিনমিয়া (১৯)।ব্রাহ্মণবাড়িয়া এনএসআই কার্য্যলয় সূত্রে জানা যায়, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহায়তায় ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যানে তল্লাশী চালালে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩’শ ২০ প্যাকেট আতশবাজি, ৪শ প্যাকেট তারাবাজি, ৮ হাজার ২শ ৫০ পিস বিড়ি বাজি উদ্ধার করা হয়। এ সময় পিকআপ ভ্যান চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মড়েল ধানার উপ-পরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।