ব্রাহ্মণবাড়িয়ায় ৬দফা দাবীতে পরিবহন ধর্মঘট
---
নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে নিষিদ্ধ অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও মহাসড়কের দুইপাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আজ (মঙ্গলবার) থেকে লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার রাতে শহরের মেড্ডা বাসষ্ট্যান্ডে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক জরুরী সভা থেকে আজ মঙ্গলবার ভোর ৬ টা থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ অহিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্দোলন কর্মসূচীর ঘোষণা করেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতবৃন্দের মধ্যে মোঃ আবুল বাশার, মোঃ নিয়ামত খান, মোঃ আব্দুল আউয়াল, মোঃ ফায়েজ খান, মোঃ নুরুল হুদা নান্টু, মোঃ আবুল হোসেন, মোঃ মঞ্জুরুল আলম, মোঃ সেলিম মিয়া, মোঃ আনিছুর রহমান চৌধুরী। সভায় বক্তারা বলেন, ধর্মঘট চলাকালীন সময়ে জেলার উপর দিয়ে কোন বাস চলাচল করতে পারবে না।