বৃহস্পতিবার, ২২শে জুন, ২০১৭ ইং ৮ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫০ জঙ্গি

AmaderBrahmanbaria.COM
জুন ২০, ২০১৭
news-image

---

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার দেইর আজ-জোরে ইসলামিক স্টেটের (আইএস) ঘাঁটিতে ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ৫০ জঙ্গি নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলম এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহত এসব জঙ্গির মধ্যে ছয়জন ছিল লিবিয়ার নাগরিক। এছাড়া আবু আসেম আল-লিবি এবং আব্দুল কাদের আল-ফারানির মতো কয়েকজন জঙ্গি কমান্ডারও এ হামলায় নিহত হয়েছে।

রবিবার রাতে দেইর আজ-জোর প্রদেশের আল-মায়াদিন শহরে আইএসের এক ঘাঁটিতে ছয়টি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইরানের রাজধানী তেহরানে গত ৭ জুন আইএসের সন্ত্রাসী হামলায় ১৮ জন নিহত হওয়ার প্রতিশোধ নিতে ওই হামলা চালায় আইআরজিসি।

ইরানের দাবি, ইরাকের আকাশসীমা অতিক্রম করে ৬৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে বাকি পাঁচটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার পর কি ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর