লন্ডন অগ্নিকাণ্ড: পাঁচ দিন পর একই পরিবারের ৫ জনকে জীবিত উদ্ধার
---
অনলাইন ডেস্ক : লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনার পাঁচদিন পর এক সিরিয়ান পরিবারকে জীবিত উদ্ধার করেছে পুলিশ কর্তৃপক্ষ। সিরিয়ান পরিবারটির পাঁচ সদস্যকে নিরাপদে জীবিত উদ্ধারকে অলৌকিক ঘটনা বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানায়, এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭৯ জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে টাওয়ারের ভেতরে আটকে পড়ে তাদের সকলেরই মৃত্যু হয়েছে।
কুদাইরের পরিবার নামে পরিচিত উদ্ধারকৃত পরিবারের মধ্যে তিনজন তরুণীও রয়েছে। পরিবারটি উন্নত জীবনের আশায় যুদ্ধাক্রান্ত সিরিয়া থেকে ব্রিটেনে পালিয়ে এসেছিলে। পরিবারটি টাওয়ারের প্রায় মধ্যভাগের ওপরের অংশে এক ফ্ল্যাটে থাকতেন। তাদের ইংরেজি ভাষা শিক্ষিকা ক্যাথেরিন লিন্ডসে পরিবারটির নিখোঁজের ব্যাপারে জানিয়েছিলেন।
এ ঘটনার তদন্ত কমিটির প্রধান মেট্রোপলিটন পুলিশ কমান্ডার স্টুয়ার্ট কন্ডি এ জীবিত উদ্ধারের ঘোষণা দেন। কিন্তু উদ্ধারকৃত পরিবারের পরিচয় প্রকাশ করেননি তিনি। গত বুধবার রাত একটার দিকে ল্যাটিমার রোডে অবস্থিত গ্রেনফেল টাওয়ারে দেশটির ইতিহাসে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র: ডেইলি মেইল