g শাকিব বুবলীর রসায়ন | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

রবিবার, ১৫ই অক্টোবর, ২০১৭ ইং ৩০শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

শাকিব বুবলীর রসায়ন

AmaderBrahmanbaria.COM
জুন ১৭, ২০১৭
news-image

---

বিনোদন প্রতিবেদক : সিনেমায় নাম লেখানোর আগেই বসগিরি দেখাতে শুরু করেন। এ ধারাবাহিকতায় নিজেকে জাহির করেন শুটার হিসেবে। এর পরপরই অনেকটা অহংকারী হয়ে উঠেন। আর এখন করছেন রংবাজি। বলছি হালের আলোচিত নায়িকা বুবলীর কথা। ‘বসগিরি’ ও ‘শুটার’ গত ঈদুল আজহায় মুক্তি পায়। সম্প্রতি সেন্সর বোর্ড পাড়ি দিয়েছে ‘অহংকার’। আর এখন শুটিং চলছে ‘রংবাজ’ ছবির। মুক্তির আগেই বেশ কিছু ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় চলে এসেছে এ ছবি। সব কিছু ঠিক থাকলে এবারের ঈদেই বড় পর্দায় উঠতে পারে শাকিব-বুবলী জুটির আলোচিত এ ছবি। তবে ঈদের বাকি প্রায় ২১৬ ঘণ্টা। এত অল্প সময়ে ঝামেলা-ঝক্কি পেরিয়ে ছবিটি সত্যিই ঈদে মুক্তি পাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। অন্যথায়, রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো ‘শেষ হইয়াও হইলো না শেষ’র মতো অবস্থা হয়ে দাঁড়াবে। কিন্তু ঈদে রংবাজের মুক্তি পাওয়া নিয়ে দর্শকরা যতটা না শঙ্কিত তার চেয়ে দ্বিগুণ উৎসাহে মুক্তির কথা বললেন অভিনেত্রী বুবলী। গতকাল কলকাতা থেকে মুঠোফোনে রংবাজের আদিঅন্ত জানান এই লাস্যময়ী। গত ৮ তারিখ সুইজারল্যান্ড পাড়ি দেন শাকিব ও বুবলী। আর মঙ্গলবার কলকাতায় ফেরেন এ জুটি। বুবলী বলেন, ‘রংবাজ ছবিতে মোট চারটি গান রয়েছে। তিনটি ডুয়েট ও একটি শাকিবের সলো। তিনটি ডুয়েট গান হচ্ছে তিন দেশে। সুইজারল্যান্ডে একটি গানের শুটিংয়ের পর যাই ইতালির মিলানে। সেখানে হয়েছে দ্বিতীয় গানের শুটিং। আর এখন করছি কলকাতায় তৃতীয় ডুয়েটের শুটিং। দু-একদিনের মধ্যে ঢাকায় ফিরব। ’ সুইজারল্যান্ডে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে উচ্ছ্বসিত বুবলী বলেন, ‘সে এক দারুণ অভিজ্ঞতা। কষ্ট হলেও অনেক এনজয় করেছি। মাইনাস চার ডিগ্রিতে শুটিং হয়েছে। ভোরবেলা গাড়ি করে প্রায় ২০ হাজার ফুট উপরে যেতে হয়েছে। যেখানে মাঝে মাঝে মেঘের আড়ালে সূর্য ঢেকে পড়ে আবার উঁকি দেয়। বরফের মাঝে সূর্যের আলোকচ্ছটা পড়লে দৃশ্যগুলো ক্যামেরাবন্দি হয় চমৎকারভাবে। আবার ছায়া পড়া মাত্রই ক্যামেরা অফ হয়ে যায়। এরই মাঝে স্লিভলেস ড্রেস পরে শট দিতে হয়েছে। কিছুক্ষণ মোটা কাপড় দিয়ে জড়িয়ে রাখতাম নিজেকে আবার শটের সময় সেই ঠাণ্ডার দাপট। সবচেয়ে মজার কথা, শুটিংয়ের সময় ইতালির মিলানে স্থানীয়রা দারুণ উপভোগ করেছেন আমাদের। মূলত, পোশাক ও গেটআপে প্রাচ্যের ছায়া ছিল বলে তাদের আগ্রহ বেশি পরিলক্ষিত হয়েছে। ’ বুবলী আরও বলেন, ‘কখনো শাড়ি, কখনো বা লেহেঙ্গা পড়ে শুটিং করেছি। তাছাড়া শাকিবের পোশাকেও পুরোপুরি প্রাচ্যের ছাপ ঢেলে দেওয়া হয়েছিল। ’ সময় অনেক কম। তারপরও ঈদে মুক্তি পাওয়া নিয়ে কতটা আত্মবিশ্বাসী? এবার বুবলী বলেন, ‘অনেকেই জানেন না যে, এর ডাবিং পুরোপুরি শেষ। এছাড়া অন্যান্য টেকনিক্যাল কাজও পাশাপাশি চালিয়ে গেছে গোটা ইউনিট। রংবাজের গোটা ইউনিট মিলে কষ্ট করে কাজটা শেষ করে এনেছি শুধু ঈদের জন্য। আশা করি এটি ঈদেই মুক্তি পাবে। বাকিটা হয়তো সময়ই বলে দেবে। তাই এতটা উৎসাহী আমি। মাঝে বিভিন্ন কারণে রংবাজের শুটিং বাধাগ্রস্ত হয়েছে। তা না হলে মুক্তির তারিখ নিয়ে আজ এত উৎকণ্ঠা পোহাতে হতো না দর্শকদের।