g অবাধ তথ্যপ্রবাহে সরকারের নীতি বাস্তবায়নে তৎপর থাকুন : তথ্যমন্ত্রী | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

শনিবার, ৭ই অক্টোবর, ২০১৭ ইং ২২শে আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

অবাধ তথ্যপ্রবাহে সরকারের নীতি বাস্তবায়নে তৎপর থাকুন : তথ্যমন্ত্রী

AmaderBrahmanbaria.COM
জুন ১৪, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : তথ্য পরিবেশনে সব সময়ই যত্নবান হওয়ার জন্য তথ্য ক্যাডারের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ বুধবার রাজধানীর বেইলী রোডস্থ অফিসার্স ক্লাবে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য সচিব মরতুজা আহমদ।

গণতান্ত্রিক ব্যবস্থায় বস্তুনিষ্ঠ তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ-উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, তথ্য কর্মকর্তারা তাদের কাজের মাধ্যমে সরকার ও গণমাধ্যমের মধ্যে সার্বক্ষণিক সেতুবন্ধন গড়ে তুলছেন।

এজন্য তথ্যমন্ত্রী অবাধ তথ্যপ্রবাহে বর্তমান সরকারের নীতি বাস্তবায়নে সদা-তৎপর থাকতে তথ্য ক্যাডারের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি ও প্রধান তথ্য অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

এসোসিয়েশনের মহাসচিব ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) পরিচালক ফায়জুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এ এস এম হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক হোসেন, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শচীন্দ্রনাথ হালদারসহ বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর