‘বস-২’ এর প্রচারণার জন্য ঢাকায় জিৎ
---
বিনোদন ডেস্ক : ঈদে মুক্তি প্রতীক্ষিত যৌথ প্রযোজনার ছবি ‘বস-২’ এর প্রচারণার কাজে তিনদিনের জন্য ঢাকায় এসেছেন কলকাতার চিত্রনায়ক জিৎ। চতুর্থবারের মতো তার ঢাকা সফর এটি। এবার কয়েকটি টেলিভিশনেও সাক্ষাৎকার দেবেন তিনি- এমনটিই জানিয়েছে ছবিটির বাংলাদেশী প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া।
পাশাপাশি ১৩ জুন একটি সংবাদ সম্মেলনেও উপস্থিত থাকবেন এ নায়ক। চলতি মাসের ৫ তারিখে ঢাকা আসার কথা ছিল তার। কিন্তু কলকাতায় ব্যস্ততার কারণে তখন আসতে পারেননি। আসার উদ্দেশ্য একটাই, বস-২ এর প্রচারণা চালানো।
এ ছবিটি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রযোজনা করেছেন জিতেরই নিজস্ব প্রডাকশন। ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার শুভশ্রী ও বাংলাদেশের নুসরাত ফারিয়া।
পরিচালনা করেছেন বলকাতার নির্মাতা বাবা যাদব। বাংলাদেশী পোস্টারে জাজের কর্ণধার আবদুল আজিজের নাম রয়েছে। তবে কলকাতার দেয়ালে সাঁটা পোস্টারে শুধুমাত্র বাবা যাদবের নামই দেখা গেছে। যদিও ছবিটি ঈদে মুক্তি নিয়ে বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। কারণ এরইমধ্যে ঢাকার চলচ্চিত্র সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন এ ছবিটি যৌথ প্রযোজনার নীতিমালা মেনে করা হয়নি। বিশেষ করে শিল্পী বন্টনের ক্ষেত্রে সেটা বেশ প্রকট আকার ধারণ করেছে।
অভিযোগের ভিত্তিতে যৌথ প্রযোজনা প্রিভিউ কমিটি ছবিটি দেখার পর এর সত্যতা খুঁজে পায়। এরপর ছবিটির ছাড়পত্র দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকে।
যদিও জাজ মাল্টিমিডিয়া দাবি করেছে ছবিতে বাংলাদেশের ১৬ জন শিল্পী অভিনয় করেছেন। কিন্তু প্রিভিউ কমিটি বলছে, এরা শুধু নামধারী শিল্পী। কার্যত পাসিং শটেই এদের ব্যবহার করা হয়েছে।