g লঞ্চ চলাচল বন্ধ | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ১১ই আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

লঞ্চ চলাচল বন্ধ

AmaderBrahmanbaria.COM
জুন ১২, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : নিম্নচাপের প্রভাবে অবিরত বর্ষণ ও ঝড়ো হাওয়ার কারণে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ সোমবার রাত সাড়ে ৮টা থেকে সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন।

তিনি বলেন, নিম্নচাপের কারণে অভ্যন্তরীণ নৌবন্দরগুলোতে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত রয়েছে। এই সংকেতে ৬৫ ফুট দৈর্ঘ্যের বেশি নৌযান চলাচল করতে পারে। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সব ধরনের নৌযান চলাচল রাত সাড়ে ৮টা থেকে বন্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, সোমবার সারাদিন সদরঘাট থেকে ২৩টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, যা অন্যান্য দিনে তুলনায় অর্ধেকের কম।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাগরে সৃষ্ট নিম্নচাপটি সোমবার বেলা ১২টায় স্থল নিম্নচাপে পরিণত হয়ে কুমিল্লা ও তৎসংল্গ্ন এলাকায় অবস্থান করছিল। এর প্রভাবে মঙ্গলবারও বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর