রাশিয়ার বিরোধী নেতা নাভালানি আটক
---
আন্তর্জাতিক ডেস্ক :রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালানিকে মস্কোতে অবৈধভাবে বিক্ষোভ পরিকল্পনার দায়ে নিজ বাড়িতে বন্দী করে রাখা হয়েছে। সোমবার নাভালানির স্ত্রীর বরাতে এ খবর জানায় ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
তার স্ত্রী ইউলিয়া নাভালানি এক টুইট বার্তায় বলেছেন, অ্যালেক্সেইকে আমাদের ফ্ল্যাটে ঢোকার পথের ব্লক থেকে আটক করে রাখা হয়েছে। টুইটে তিনি আরো বলেছেন, আমাদের পরিকল্পনা পরিবর্তন হবে না।
সম্প্রতি পুরো রাশিয়াজুড়ে দুর্নিতীবিরোধী বিক্ষোভ-সমাবেশের ডাক দেন এই নেতা। এদিকে রাশিয়ার পূর্বাঞ্চলে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কেন্দ্রীয় মস্কোয় যেখানে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে সেখানে শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দুর্নিতীর অভিযোগ এনে এ প্রতিবাদের ডাক দেয় নাভালানি।
অবৈধ এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করার ঠিক আগমুহুর্তে নাভালানিকে আটক করা হয়। এর আগে তাকে মস্কোর শাখারোভা অ্যাভিনিউয়ে প্রতিবাদ সমাবেশের অনুমতি দেয়া হয়। তবে নাভালানি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এনে বিক্ষোভস্থল পরিবর্তন করেন এবং ক্রেমলিনের পাশ্ববর্তী টিভারসকা সড়কে স্থানন্তর করেন। কিন্তু ওই স্থানের ঐতিহাসিক স্থাপনা থাকার কারণে তাকে প্রতিবাদের অনুমতি দেয়া হয়নি। সূত্র : বিবিসি ও রয়টার্স