g ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১৯শে সেপ্টেম্বর, ২০১৭ ইং ৪ঠা আশ্বিন, ১৪২৪ বঙ্গাব্দ

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

AmaderBrahmanbaria.COM
জুন ১২, ২০১৭
news-image

---

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

আজ রোববার দুপুরে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, তবে আবহাওয়া যদি দুর্যোগপূর্ণ বা বিরূপ থাকে, সে ক্ষেত্রে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ধর্মমন্ত্রী বলেন, ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, ঢাকায় নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকসহ দেশের বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন।

মন্ত্রী আরো জানান, ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে জাতীয় পতাকা ও কালেমা খচিত পতাকা উত্তোলন করা হবে। ঈদের দিন সরকারি হাসপাতাল ও কারাগারগুলোতে বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুতির কাজ চলছে বলেও জানান ধর্মমন্ত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ অথবা ২৭ জুন মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর