রমজান মাস, তাই পার্টি করেনি মাশরাফিরা
---
স্পোর্টস ডেস্ক :প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠলো বাংলাদেশ। যদিও আইসিসির গুরুত্বপূর্ণ আসরটির শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। উদ্বোধনী ম্যাচে ৩০০ এর উপরে স্কোর করেও স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৮ উইকেটে হারতে হয়েছে তাদের। এরপর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত। ওই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না।
তবে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মাহমুউল্লাহ ও সাকিবের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে সেমিফাইনালের আশা টিকে থাকে। এরপর ইংল্যান্ডের কাছে অস্ট্রেলিয়া হেরে গেলে সেমির টিকিট পেয়ে যায় বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে হারানোর পর মাশরাফি-সাকিব-তামিমরা কোনো পার্টি করেননি। কারণ রমজান মাস। শুক্রবার রাতে কোনো পার্টি হয়েছিল কিনা? এমন প্রশ্নের জবাবে চণ্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘এখন রমজান মাস। তারা (বাংলাদেশের ক্রিকেটাররা) উপবাস করেছে। গত রাতে তাই পার্টি হয়নি।’
গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছেন টাইগাররা। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে মাশরাফিদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। কোচ হাথুরুর কণ্ঠেও ফুটে উঠেছে তা, ‘হ্যাঁ, পুরো আসরেই ছেলেরা ভালো ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ছাড়া।’