মুক্তি পেলেন গাদ্দাফির দ্বিতীয় ছেলে
---
অনলাইন ডেস্ক : মুক্তি পেয়েছেন মুহাম্মার গাদ্দাফির দ্বিতীয় ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি। বিশেষ ক্ষমায় তাকে মুক্তি দেওয়া হয়েছে। এই ঘটনায় নতুন করে দেশে অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাদ্দাফি সন্তানদের মধ্যে সাইফই গাদ্দাফির বেশি পছন্দের ছিলেন। তাকে গাদ্দাফির যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। গত ছয় বছর ধরে তিনি জিনতান শহরের একটি মিলিশিয়া দলের কাছে বন্দি ছিলেন।
আবু বকর আল সিদ্দিক ব্যাটালিয়ন জানিয়েছে, সাইফকে শুক্রবার মুক্তি দেওয়া হয়েছে। তবে তাকে এখনো প্রকাশ্যে আনা হয়নি।
সাইফ আল ইসলাম বর্তমানে পূর্বাঞ্চলীয় বাইদা শহরে তার আত্মীয়দের সঙ্গে রয়েছেন। মিলিশিয়া গ্রুপটি বলছে, তারা অন্তর্বর্তী সরকারের অনুরোধে কাজ করছে। দেশের পূর্বাঞ্চলীয় সরকার ইতিমধ্যেই সাইফ আল ইসলামকে বিশেষ ক্ষমা প্রদান করেছে। তবে এর আগেও একবার সাইফের মুক্তির কথা বলা হয়েছিল। পরে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।