দুর্ঘটনার কবলে জেনিফার লরেন্সের ব্যক্তিগত বিমান
---
বিনোদন ডেস্ক : অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী জেনিফার লরেন্সের ব্যক্তিগত জেট প্লেনের দুটি ইঞ্জিন নষ্ট হয়ে গেলে বিমানটি বাফেলোতে জরুরী অবতরণে বাধ্য হয়। গতকাল শনিবার মার্কিন এই অভিনেত্রী তার নিজের শহর কেনটাকির লুইসভিলে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে বলে ডেইলি মেইলের খবরে বলা হয়েছে। জেনিফারের মুখপাত্র জানিয়েছেন, পরিবারের সঙ্গে দেখা করতে লুইসভিলে যাচ্ছিলেন তিনি। আর এ সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। তবে অক্ষত অবস্থাতেই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তিনি। এতে কোনো ক্ষতি হয়নি বলে জানান তিনি। উল্লেখ্য, ২৬ বছর বয়সী এই অভিনেত্রী ফোর্বস ম্যাগাজিনের তৈরী তালিকা অনুযায়ী ২০১৫ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন। ২২ বছর বয়সে লরেন্স টিফ্যানি ম্যক্সওয়েলের নির্দেশনায় একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘সিলভার লিঙিস প্লেবুক’ এ অভিনয় করেন। এই অভিনয়ের জন্যে তিনি দর্শকজনপ্রিয়তা এবং কয়েকটি পুরস্কার লাভ করেন। পুরস্কারের মধ্যে উল্লেখযোগ্য ছিল গোল্ডেন ‘লোব অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস’ এবং ‘অ্যাওয়ার্ড ফর বেস্ট অ্যাক্ট্রেস’। এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি অস্কারে দ্বিতীয় সর্বকনিষ্ঠ সেরা অভিনেত্রীর খেতাব লাভ করেন। ২০১৩ সালে কমেডি ‘ড্রামা অ্যামেরিকান হাসেল’ এ অভিনয়ের জন্যে লরেন্স ‘গোল্ডেন গোল্ডেন গ্লোব পুরস্কার’, ‘বাফটা অ্যাওয়ার্ড’ এবং তৃতীয়বারের মত ‘অ্যাকাডেমি পুরস্কার’ জয় করেন। সম্প্রতি তিনি শেষ করেছেন তার পরবর্তী সিনেমা ‘রেড স্প্যারো’র কাজ।