টস জিতে ফিল্ডিংয়ে ভারত

---
স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির ১১তম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের দলপতি বিরাট কোহলি।
ওভালে ‘বি’ গ্রুপের এই ম্যাচটি হতে যাচ্ছে ‘অঘোষিত’ কোয়ার্টার ফাইনাল। যে দলই জিতবে তারাই সেমি ফাইনালে উঠে যাবে।
গ্রুপের অপর দুই দল পাকিস্তান-শ্রীলঙ্কা সোমবার মুখোমুখি হবে। যারা জিতবে তারা শেষ চারে পৌঁছাবে।
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুরু করেছিল ভারত। তবে, দ্বিতীয় ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বসে টিম ইন্ডিয়া।
এদিকে, দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে বসে।
‘এ’ গ্রুপের চার দল স্বাগতিক ইংল্যান্ড, বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের খেলা শেষ। তিন ম্যাচের তিনটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছেছে স্বাগতিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিদায়ে বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিতে পৌঁছে। টাইগারদের প্রতিপক্ষ হিসেবে সেমিতে থাকবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়নরা।
বাংলাদেশও শক্তি কম দেখালো না : বাংলাদেশ ২৬০/১০, অস্ট্রেলিয়া১৮/৩
২৬০ রানে অলআউট বাংলাদেশ
বিপিএল শুরু ২ নভেম্বর

২১৭ রানে অল-আউট অস্ট্রেলিয়া

ত্রিপুরার পাহাড়ী ঢলে কসবার ৪৮গ্রাম তলিয়ে গেছে প্রায় দেড়’শ কোটি টাকার ক্ষয়ক্ষতি
লঙ্কায় সুনামি বইয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়া !
সমঝোতায় দু’পক্ষ : বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া