g মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব | AmaderBrahmanbaria.Com – আমাদের ব্রাহ্মণবাড়িয়া

সোমবার, ২৮শে আগস্ট, ২০১৭ ইং ১৩ই ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ

মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে বিলম্ব

AmaderBrahmanbaria.COM
জুন ৯, ২০১৭
news-image

---

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বে নিজের শেষ ম্যাচে কার্ডিফের সোফিয়া গার্ডেনে বিকেল সাড়ে তিনটায় মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ডের। কিন্তু মাঠ ভেজা থাকায় খেলার উপযুক্ত নয় কার্ডিফ। তাই টস হতে বিলম্ব হচ্ছে। আম্পায়ারদের পর্যবেক্ষণের পরই মাঠে গড়াবে ম্যাচটি।

ম্যাচ শুরুর আগে বৃষ্টি শুরু হয়। ফলে এখনও মাঠ ভেজা রয়েছে। টসের নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পরে মাঠের অবস্থা পরখ করবেন আইসিসির কর্মকর্তারা। আর যদি বৃষ্টি না হয়, তাহলে তখনই জানিয়ে দেয়া হবে টস এবং ম্যাচ শুরুর সময়।

বাংলাদেশ কিংবা নিউজিল্যান্ড-কোনো দলের সামনেই জয়ের বিকল্প নেই। কারণ দু’দলের কোনো দলই এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সুখস্মৃতি নিয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে সর্বশেষ মুখোমুখি হয়েছিল দু’দল। সেখানে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।

কিউইদের বিপক্ষে এই ম্যাচে জয় পেলে এবং শনিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জয় পেলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও রুবেল হোসেন।

নিউজিল্যান্ড দল: মার্টিন গাপটিল, টম লাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, কোরি অ্যান্ডারসন, জেমস নিশাম, জিতান প্যাটেল, লুক রঞ্চি, মিশেল স্যান্টনার, টীম সাউদি, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম।