টাইগারদের যে পরামর্শ দিলেন সাকলাইন মুশতাক!
---
স্পোর্টস ডেস্ক : সাকলাইন মুশতাক এক সময় টাইগারদের স্পিন বোলিং কোচ ছিলেন। এখন ইংল্যান্ড দলের মেন্টর তিনি। তবে টাইগারদের প্রতি তার টান এখনো রয়েছে। মুগ্ধ হচ্ছেন সাবেক শিষ্যদের পারফরমেন্সেও। তাই প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের। দিয়েছেন কিছু পরামর্শও।
চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে আট ব্যাটসম্যান নিয়ে খেলতে নামে মাশরাফিরা। তবে আট ব্যাটসম্যান খেলালেও মিডল অর্ডারে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ইংলিশদের বিপক্ষে ব্যাট করেছেন ৭ নম্বরে।
গ্রুপ পর্বের নিজেদের পরের ম্যাচে সাত ব্যাটসম্যান নিয়ে খেলার পরও ব্যাটিং পজিশন বদলায়নি রিয়াদের। কিন্তু এ রিয়াদই ২০১৪ সালের জিম্বাবুয়ে সিরিজ থেকে টানা ২ বছর ৪ নম্বরে ব্যাট করেছেন। এ পজিশনে ব্যাটিং করে ২০১৫ বিশ্বকাপে হাঁকিয়েছেন টানা ২টি সেঞ্চুরি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদকে ৭ নম্বরে খেলানোর বিষয়টি নিয়ে খানিকটা উদ্বিগ্ন পাকিস্তানের সাবেক স্পিনার সাকলাইন মুশতাক। তিনি মনে করেন, রিয়াদ ৭ নম্বরে খেলার ব্যাটসম্যান নয়। এছাড়া রিয়াদ একজন অলরাউন্ডার হওয়া সত্ত্বেও তাকে দিয়ে কেন বোলিং করাচ্ছে না টিম ম্যানেজমেন্ট? রিয়াদকে বাংলাদেশ দলের প্রধান খেলোয়াড় আখ্যায়িত করেন তিনি।
সাকলাইন মনে করেন, বাংলাদেশ দল যদি রিয়াদের বিষয়টি সমাধান করতে পারে, তাহলে ব্যাটিং লাইনআপ আরও ভালো হবে। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে আলাপকালে সাকলাইন বলেন, ‘আমি একটা বিষয় বুঝে উঠতে পারি না। সে ৭ নম্বরে খেলছে আর বোলিংও করছে না। ৭ নম্বরে কীভাবে তাকে রাখলো আমি বুঝি না। কিন্তু সে তাদের প্রধান খেলোয়াড় ছিল। এ ইস্যু যদি সমাধান হয়ে যায়, তাহলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ আরও ভালো হয়ে যাবে। ’
উল্লেখ্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের গ্রুপ পর্বের শেষ ম্যাচ আগামী ৯ জুন নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশ ক্রিকেট দলের।