গুলশানের বাড়ির দখল ফিরিয়ে দিতে মওদুদের হাইকোর্টে রিট
            AmaderBrahmanbaria.COM
            
          
              জুন ৮, ২০১৭
            
          
---
নিজস্ব প্রতিবেদক : গুলশানের বাড়ির দখল ফিরিয়ে দেয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। আবেদনে তাকে বিনা নোটিশে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ মুহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মুহম্মদ আতাউর রহমান খানের ডিভিশন বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার গুলাশান-২ এর বাড়ি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক। কোনো নোটিশ না দিয়েই তাকে উচ্ছেদ করা হয়েছে, এটি উল্লেখ করে তিনি হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন। আবেদনে রাজউক ও সরকারকে বিবাদী করা হয়েছে।
        










