লন্ডনে হামলাকারীর শরীরে ‘নকল’ সুইসাইড ভেস্ট!
---
অনলাইন ডেস্ক : লন্ডনে হামলাকারীদের মধ্যে একজনের শরীরে নকল সুইসাইড ভেস্ট পরা ছিল বলে জানা গেছে। কয়েকজন প্রত্যক্ষদর্শী এই তথ্য জানিয়েছেন। তবে লন্ডন পুলিশ এই খবর গুজব বলে উড়িয়ে দিয়েছে। খবর সংবাদমাধ্যম বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলাকারীদের একজনের লাশের গায়ে কয়েকটি ক্যানিস্টার বাঁধা ছিল। সে পুলিশের গুলিতে নিহত হয়। সেগুলো দেখে প্রত্যক্ষদর্শীরা বোমা মনে করেন। গ্যাব্রিয়ালা স্কয়িত্তো নামের এক প্রত্যক্ষদর্শী ওই লাশের একটি ছবি তোলেন।
এদিকে পুলিশ জানায়, গুলি করে হত্যা করার আগপর্যন্ত মোটামুটি আট মিনিট ধরে চলে হামলা। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ছুরিকাঘাতের সময় হামলাকারীরা ‘এটা সৃষ্টিকর্তার জন্য’ বলে চিৎকার করছিল। এটিকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে এই হামলাকে ‘ভীতিকর ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন।