মঙ্গলবার, ৬ই জুন, ২০১৭ ইং ২৩শে জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ

বাংলা উচ্চারণে কোরআন খতম করা যাবে কি ?

AmaderBrahmanbaria.COM
জুন ৩, ২০১৭

---

 

প্রশ্ন : আরবিতে কোরআন পড়তে না পারায় কেউ যদি বাজারে বাংলা উচ্চারণের যে কোরআন পাওয়া যায়, সেগুলো পড়ে খতম দেয়, তাতে খতম কি হয়? নাকি তাতে সওয়াব কম হয়?

উত্তর : কোরআনে কারিম তো অবতীর্ণ হয়েছে আরবিতে। আল্লাহু সুবহানাহুতায়ালা এই কিতাবকে আরবি ভাষায় অবতীর্ণ করেছেন। এই আরবি কিতাবকে আপনি বাংলা উচ্চারণে পড়তে পারবেন না। কারণ এতে যথাযথ উচ্চারণ হবে না, উচ্চারণ ভুল হবে। ফলে বেশির ভাগ ওলামায়ে কেরামের বক্তব্য অনুযায়ী কুরআনে কারিমকে বাংলা উচ্চারণে পড়া জায়েজ নেই। এই তিলাওয়াতটি ভুল এবং হারাম। তাই এই তিলাওয়াত শুদ্ধ নয়।

আপনাকে কুরআন তিলাওয়াত শিখতে হবে। যেমন ইংরেজি উচ্চারণ শিখতে হলে ইংরেজি ভাষাতেই শিখতে হবে। তেমনি কোরআনের আরবি তিলাওয়াত শিখতে হলে আপনাকে আরবি শিখতে হবে। তাই আপনি আরবি শিখে নেবেন, তারপর কোরআন তিলাওয়াত করবেন। এটাই কোরআন তিলাওয়াতের পদ্ধতি। বাংলা উচ্চারণের মাধ্যমে কোরআন তিলাওয়াত করলে তিলাওয়াত ভুল হবে, শুদ্ধ হবে না এবং এর মাধ্যমে যে সওয়াবের কথা বলেছেন, সে সওয়াব তো হবেই না বরং ভুলের কারণে গুনাহগার হতে পারেন।