আফগানিস্তানের জয়রথ থামাল উইন্ডিজ
---
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের রেকর্ড টানা ১১ ম্যাচের জয়রথ থামাল ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট কিটসে আজ তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে ক্যারিবীয়রা।
ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য ছিল মাত্র ১১১ রানের। স্বাগতিকদের ঝোড়ো সূচনা এনে দেন চাঁদউইক ওয়ালটন ও এভিন লুইস। দুজন উদ্বোধনী জুটিতে ২১ বলে যোগ করেন ৩৩ রান। ওয়ালটন ১৫ বলে ৫ চারে ২২ করে ফিরলেন ভাঙে এ জুটি।
দলীয় ৬৩ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ১৬ বলে ৩ ছক্কা ও এক চারে ২৬ রান করেন লুইস। এরপর দলকে ৮২ পর্যন্ত টেনে নিয়েছেন মারলন স্যামুয়েলস ও লেন্ডল সিমন্স। রশিদ খানের বলে বোল্ড হওয়ার আগে ৬ রান করেন সিমন্স। ৩৬ বলে ২টি করে চার ও ছক্কায় ৩৫ রান স্যামুয়েলসের।
দলীয় ৯৯ রানে স্যামুয়েলসের বিদায়ের পর ২১ বল বাকি থাকতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন জেসন মোহাম্মেদ ও রোভমান পাওয়েল। মোহাম্মেদ ২৫ বলে ১৮ ও পাওয়েল ২ রানে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন শাপুর জাদরান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। কিন্তু মাত্র ৫৮ রানেই ৮ উইকেট হারিয়ে নিজেদের সর্বনিম্ন (৭২) রানের শঙ্কায় পড়ে যায় আফগানরা। নবম উইকেটে রশিদ খান ও আমির হামজার ৩৬ রানের জুটিতে লজ্জা এড়ায় সফরকারীরা। শেষ বলে অলআউট হয় ১১০ রানে।
আফগানিস্তানের পক্ষে রশিদ করেন সর্বোচ্চ ৩৩ রান (২৭ বলে ২টি করে চার ও ছক্কা)। হামজার ব্যাট থেকে আসে ২১ রান। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল গুলবাদিন নাইব (১২)।
৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার সুনীল নারিন। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনিই। কার্লোস ব্রাফেট ও কেশরিক উইলিয়ামস ২টি করে উইকেট নেন। জেরম টেলর ও স্যামুয়েল বদ্রির ঝুলিতে জমা পড়ে একটি করে উইকেট।
বোলারদের অসাধারণ বোলিংয়ের পর ব্যাটসম্যানদের দৃঢ়তায় সহজ জয়ই পেল স্বাগতিকরা। বাংলাদেশ সময় রোববার ভোরে একই মাঠে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।